Take a fresh look at your lifestyle.

কোভিডে হৃদযন্ত্র ঠিক আছে তো?

0

অক্সফোর্ড জার্নালের গবেষণাপত্রে বিশেষ প্রভাবের সতর্ক বার্তা

কপোতাক্ষ অনলাইন ডেস্ক
করোনা থেকে সেরে ওঠার পরে ভালোভাবে হৃদযন্ত্ পরীক্ষা করানোর ওপর গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। অক্সফোর্ড জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে জানানো হয়েছে, হৃদযন্ত্রর উপরে বিশেষভাবে প্রভাব পড়ছে করোনাভাইরাসের।
বলা হচ্ছে, সংক্রমণের কারণে পেশির শক্তি কমে যায়। যার জেরে হার্টের কাজ করার ক্ষমতা অনেক সময়ে কমে যাচ্ছে। কারও সামান্য বুকে ব্যথা হলে পরীক্ষা করাতে হবে। পরীক্ষায় বোঝা যাবে কতটা ক্ষতি করেছে কোভিড। হৃদযন্ত্রে¿র পেশির শক্তি কমে গেলে হার্ট ফেল করার মতো ঘটনার আশঙ্কা থাকে।
চিকিৎসকেরা বলছেন, কোভিড এমন একটি ভাইরাস যা শ্বাসনালী দিয়ে নিচে নেমে যাচ্ছে খুব কম সময়ের মধ্যে। মুখ কিংবা নাক দিয়ে গলায় পৌঁছায়, তার পরে সোজা চলে যায় ফুসফুসে। যদিও অধিকাংশ ক্ষেত্রে বাড়িতে চিকিৎসা পেলেই সুস্থ হয়ে উঠছেন কোভিড রোগী। কিন্তু তারপর অনেকদিন ধরে চলে সেই রোগের জের। এই রোগের নানারকম পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। তাই সেরে ওঠার পরে মাস ছয়েক অন্তত খুব সাবধানে থাকতে বলছেন চিকিৎসকেরা।
কোন কোন অসুবিধা হলে বুঝতে হবে হৃদযন্ত্রে¿ সমস্যা হচ্ছে? হৃদ্যন্ত্র বিকল হয়ে যাওয়ার সঙ্কেত ঠিক কী? পা ফুলে যাওয়া, বারবার কাশি, হাপিয়ে ওঠা, বুক ধরফর করা। এছাড়া, অতিরিক্ত ক্লান্তি, খিদে না হওয়ার মতো অস্বস্তি টানা চলতে থাকলে সতর্ক হতে হবে, বলছেন চিকিৎসকেরা।

Leave A Reply

Your email address will not be published.