Take a fresh look at your lifestyle.

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন

0

নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনে ইসরায়েলের সামরিক হামলা ও গণহত্যার প্রতিবাদে আজ (মঙ্গলবার) দুপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে ফিলিস্তিনে বর্বরোচিত গণহত্যা বন্ধ ও ফিলিস্তিনদের ভূখন্ড ফিরিয়ে দেয়ার দাবি জানানো হয়। একইসাথে ইসরায়েল বাহিনীর হামলার বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তোলা ও জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে এ হামলার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে সুরবিতান, উদীচী, বিবর্তন, চাঁদেরহাট, কিংশুক, তির্যক, শেকড়, সুরধুনী, পুনশ্চ, স্বরলিপি, সপ্তসুর, স্পন্দন, বাউলিয়া সংঘ, সুরনিকেতন, ভবেরহাট, লাল-সবুজ, উৎকর্ষ, নন্দনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলুর সঞ্চালনায় জোটের কেন্দ্রিয় কমিটির সদস্য সুকুমার দাস, ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, উদীচী যশোরের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান মজনু, তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন ও সুরবিতান যশোরের সাধারণ সম্পাদক বাসুদেব বিশ^াস বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বিশ্বের তথাকথিত মোড়ল দেশগুলোর ইন্ধন ও প্রশ্রয়ে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে ইসরায়েল। করোনা মহামারিতে বিশ^ যখন বিপর্যস্ত, ঠিক তখনও একের পর এক বর্বরোচিত হামলা চালিয়ে ফিলিস্তিনিদের ওপর দখলি ধারা অব্যাহত রাখাসহ গণহত্যায় মেতে উঠেছে তারা। তাদের দখলদার বাহিনীর হামলায় ফিলিস্তিনে আজ মানবিক বিপর্যয় নেমে এসেছে। বর্বরোচিত এ হামলা থেকে গণমাধ্যম, ধর্মীয় উপাসনালয়, নারী, শিশু, বৃদ্ধ কেউই রক্ষা পাচ্ছে না। এটা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ।

Leave A Reply

Your email address will not be published.