Take a fresh look at your lifestyle.

যশোরে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক দুইদিনের কর্মশালা শুরু

0

নিজস্ব প্রতিবেদক:
যশোরে ‘স্বাস্থ্য- সাংবাদিকতায় মূল ঘটনা যাচাই ও তথ্যের সত্যতা নিরূপণ কৌশল’ বিষয়ক দুইদিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এর উদ্যোগে ও দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় যশোরে হোটেল জাবের ইন্টারন্যাশনালের সম্মেলন কক্ষে এ কর্মশালা আয়োজন করা হয়েছে। এতে দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল এবং টেলিভিশন চ্যানেলের মোট ২০জন সাংবাদিক অংশগ্রহণ করছেন ।
কর্মশালার শুরুতেই বিএনএনআরসির’র প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এ এইচ এম বজলুর রহমান, কর্মশালার লক্ষ্য, উদ্দেশ্য, পেক্ষাপট এবং চতুর্থ শিল্প বিপ্লবের যুগে কি কি চ্যালেঞ্জের সম্মুখিন হচ্ছে এবং কিভাবে বর্তমান প্রযুক্তির যুগে তাল মিলিয়ে চলতে হবে তার ওপর আলোচনা করেন। কর্মশালার অন্যান্য বিষয়গুলোর ওপর আলোচনা করেন বাংলাভিশনের সিনিয়র নিউজ এডিটর আবু রুশদ মো. রুহুল আমীন, ইত্তেফাক যশোর অফিসের স্টাফ রিপোর্টার ফারাজী আহমেদ সাঈদ বুলবুল।

Leave A Reply

Your email address will not be published.