Take a fresh look at your lifestyle.

প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠান শেষে দুই ছাত্রলীগ কর্মী ছুরিকাহত

0

প্রতিবেদক: যশোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর একটার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটা অনুষ্ঠান শেষে শহরের গোহাটা রোডে এ ঘটনা ঘটে। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- যশোর সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মামুন হোসেন (২৬) ও পুলেরহাট গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে ইমন (১৫)।
এ বিষয়ে রাত ৮টার দিকে যশোর পুলিশের মুখপাত্র রুপন কুমার সরকার বলেন, ‘ছুরিকাঘাতে দুইজন আহত হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে, সেটি এখনো উদঘাটন হয়নি।’
জানা যায়, মঙ্গলবার বেলা ১২ টায় শহরের গাড়িখানায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল চলছিল। এসময় দলীয় কার্যালয়ের নিচে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীর সমর্থকরা প্লেকার্ড নিয়ে স্লোগান দিতে থাকে। অনুষ্ঠানটি শেষে দলীয় কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় শহরের গোহাটা রোডে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ছাত্রলীগ কর্মী আহত হন।
আহত ইমন বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে এসেছিলাম। ওই সময় আওয়ামী লীগ অফিসের সামনে মারামারি হচ্ছিল। লোকজন ছোটাছুটি করছিল। আমি নিজেকে রক্ষা করতে রাস্তার বিপরীত পাশে যাই। এ সময় কয়েক দুর্বুত্ত এসে আমাকে ও মামুনকে ছুরি মারে। পরে সেখানে উপস্থিত লোকজন আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক আহম্মেদ তারেক শামস বলেন, মামুনের শরীর থেকে রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না। তার অবস্থা আশঙ্কাজনক। তবে ইমন শঙ্কামুক্ত।

Leave A Reply

Your email address will not be published.