Take a fresh look at your lifestyle.

যশোরে সাহিত্য সভা ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

0

প্র্রতিবেদক: যশোরে বিদ্রোহী সাহিত্য পরিষদের (বিএসপি) ২০৭ তম মাসিক সাহিত্য সভা ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) সকালে প্রেসক্লাব যশোরে এ অনুষ্ঠান হয়।
সংগঠনের সহ-সভাপতি আমির হোসেন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে বিএসপির সদস্য কবি কমলেশ চক্রবর্তীর মৃত্যুতে তার আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. মো. মুস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক গোপীকান্ত সরকার, প্রভাষক মো. মনিরুজ্জামান, কবি নীলকণ্ঠ জয়।
বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার পরিচালনায় কবি জাহিদুল যাদুর কাব্যগ্রন্থ ‘একা’ ও কবি এমএ কাসেম অমিয়’র কাব্যগ্রন্থ ‘ভদ্রা নদীর বাঁকে’ এর প্রকাশনা উৎসবে অনুভূতি ব্যক্ত করেন কবি জাহিদুল যাদু, কবি এম এ কাশেম অমিয়, কবি নাজমুন নাহার রিনু এবং মোছা নুরুন্নাহার শারমীন।
অনুষ্ঠানে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, আরিফ হোসেন রিপন, আহমদ রাজু, আবুল হাসান তুহিন, রবিউল হাসনাত সজল, নূরজাহান আরা নীতি, আহমেদ মাহাবুব ফারুক, অ্যাড. মাহামুদা খানম, সোনিয়া সুলতানা চাঁপা, শরীফ উদ্দিন, মুহাম্মদ হাতেম আলী সরদার, সাধন কুমার অধিকারী, শাহরিয়ার সোহেল, শহিদুজ্জামান মিলন, এএফএম মোমিন যশোরী, অরুণ বর্মন, রেজাউল করিম রোমেল, মহব্বত আলী মন্টু, সুমন বিশ্বাস, শংকর নিভানন, গোলাম রসূল, মশিউর রহমান মোহন, ডা. মো. আক্তার হোসেন, নজরুল ইসলাম, মো, আব্দুর রশিদ খোকন প্রমুখ।
বিএসপির আজীবন সদস্য, সাংবাদিক নেতা শহিদ জয় প্রেসক্লাব যশোরে নির্বাচনে সদস্য নির্বাচিত হওয়ায় অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Leave A Reply

Your email address will not be published.