Take a fresh look at your lifestyle.

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় লম্বা সেলিম গ্রেফতার

0

সংবাদ কক্ষ: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে হত্যার ঘটনায় মোহাম্মদ সেলিম উল্লাহ প্রকাশ লম্বা সেলিম (২৭) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে কুতুপালং ৬ থেকে তাকে গ্রেফতার করে এপিবিএন সদস্যরা। ১৪ আর্মস ব্যাটালিয়ন পুলিশের অধিনায়ক মোহাম্মদ নাইমুল হক এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, মুহিবুল্লাহ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ সেলিম প্রকাশ লম্বা সেলিমকে গ্রেফতার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
গত বুধবার ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে কুতুপালং ক্যাম্পের লম্বাশিয়ায় অবস্থিত নিজ কার্যালয়ের সামনে অস্ত্রধারীদের গুলিতে নিহত হন মহিবুল্লাহ। পরে গতকাল বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজারের উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত মুহিবুল্লাহর ভাই হাবিব উল্লাহ।
উখিয়া থানার ওসি সন্জুর মোর্শেদ জানান, রোহিঙ্গা নেতা মুহিববুল্লাহ হত্যার ঘটনায় নিহতের ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

Leave A Reply

Your email address will not be published.