Take a fresh look at your lifestyle.

৫ বাঁহাতি পেসার খেলিয়ে মুস্তাফিজদের কীর্তি

0

সংবাদ কক্ষ : বাঁহাতি পেসারদের ওপর একটু বেশিই আস্থা রাজস্থান রয়্যালসের। আইপিএলের এক মৌসুমে সবচেয়ে বেশি বাঁহাতি পেসার খেলিয়ে অনন্য এক কীর্তি গড়েছে দলটি। শারজাহতে মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তিন বাঁহাতি পেসার নিয়ে খেলতে নেমেছে রাজস্থান। মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়ার সঙ্গে তারা দলে রেখেছে কুলদিপ যাদবকে। এই ম্যাচ দিয়ে ২৪ বছর বয়সী এই ক্রিকেটারের অভিষেক হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেটে।
চলতি মৌসুমে রাজস্থানের হয়ে খেলেছেন আরও দুই বাঁহাতি পেসার- আকাশ সিং ও জয়দেব উনাদকাট। সব মিলিয়ে এক মৌসুমে পাঁচ জন বাঁহাতি পেসার খেলিয়ে আইপিএলের রেকর্ডের পাতায় জায়গা করে নিয়েছে দলটি।
ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের এক আসরে সবচেয়ে বেশি বাঁহাতি পেসার খেলানোর আগের রেকর্ড ছিল চারজন। এবার তা টপকে গেছে রাজস্থান।
২০১১ সালে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া, ২০১৪ সালে মুম্বাই ও ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ এক আসরে চারজন বাঁহাতি পেসার খেলিয়ে এতদিন ছিল রেকর্ডের পাতায়। ২০১৬ সালে হায়দরাবাদ দলে চার পেসারের একজন ছিলেন মুস্তাফিজ। তার সঙ্গে ছিলেন ট্রেন্ট বোল্ট, আশিষ নেহরা ও বারিন্দার স্রান।

Leave A Reply

Your email address will not be published.