Take a fresh look at your lifestyle.

সারাদেশে মন্দির-বাড়ি ভাংচুরের প্রতিবাদে যশোরে বিক্ষোভ

0

প্রতিবেদক: কুমিল্লাসহ সারাদেশে মন্দিরে হামলা, প্রতীমা ভাংচুর ও হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলা ও বাড়িঘর ভাংচুরের প্রতিবাদে যশোর শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা, সদর উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ। শনিবার বিকেলে শহরের লালদিঘিপাড়ের হরিসভা মন্দির প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুন্ডু, সহসভাপতি দীপক কুমার রায়, সাধারণ সম্পাদক যোগেশ দত্ত, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবেন ভাস্কর প্রমুখ। সমাবেশ শেষে মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা মন্দির ভাংচুর ও বাড়িতে হামলার ঘটনায় সারাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা আতংকে রয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠান ও হিন্দুধর্মাবলম্বীদের বাড়িতে হামলা ও ভাংচুরে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অতীতে ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় বারবার এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটছে।

Leave A Reply

Your email address will not be published.