Take a fresh look at your lifestyle.

শপথ নিলেন যশোর সদর উপজেলা চেয়ারম্যান ফরিদ

0

প্রতিবেদক: যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী শপথ নিয়েছেন। (১৭ সেপ্টেম্বর) রোববার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ‘খুলনা বিভাগীয় অঞ্চলে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহন’ অনুষ্ঠানে তিনি শপথ নিয়েছেন। বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন তাকে শপথ বাক্য পাঠ করান। এর আগে, যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় ২০ সেপ্টেম্বর গণবিজ্ঞপ্তি জারি করে জয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।
চলতি বছরের গত ৩ জুন যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরার মৃত্যু হলে পদটি শূন্য হয়। শূণ্যপদে নির্বাচনে জন্য ৭ অক্টোবর যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে অংশ নেয় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী নূরুল আমিন এবং স্বতন্ত্র আব্দুর রহমান কাকন মৃধা। মনোনয়ন যাচাই-বাছাইকালে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান কাকন মৃধার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার। বৈধ দুই প্রার্থীর মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে জাতীয় পার্টির প্রার্থী নূরুল আমিন তার প্রার্থিতা প্রত্যাহার করলে ঐ নির্বাচনে একমাত্র বৈধ প্রার্থী হিসেবে থাকেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। ফলে ঐ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী একমাত্র বৈধ প্রার্থী হওয়ায় তাকে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।

Leave A Reply

Your email address will not be published.