Take a fresh look at your lifestyle.

বাংলাদেশকে নিয়ে কলকাতার তারকাদের খোলা চিঠি

0

সংবাদ কক্ষ:
বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে খোলা চিঠি লিখলেন কলকাতার তারকারা। বাংলাদেশের জনসাধারণ ও সরকারের কাছে এ খোলা চিঠি লিখেছেন তারা। সেখানে আছে দেবশংকর হালদার, ঋত্বিক চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, ঋদ্ধি সেন, কৌশিক সেন, সুদীপ্তা চক্রবর্তীদের মতো তারকার নাম।
পবিত্র সরকার, পরমব্রত চট্টোপাধ্যায়, চন্দন সেন, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ের নামও এই খোলা চিঠিতে রয়েছে।
চিঠিতে পূজা মণ্ডপে হামলা ও নানা অবাঞ্ছিত ঘটনা নিয়ে লেখা হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদনও জানানো হয়েছে।
‘জননেত্রী শেখ হাসিনা ও তার সরকার রক্ষা করতে বদ্ধপরিকর বলে বিশ্বাস করি’, লেখা হয়েছে তারকাদের শেয়ার করা এই খোলা চিঠিতে।
সবশেষে বাংলাদেশের সংবেদনশীল মানুষ ও তার সচেতন সরকারের কাছে আবেদন জানিয়ে লেখা হয়েছে, ‘এই সব দেশবিরোধী, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, জাতির জনকের উদার বিশ্বাস আর বর্তমান সরকারের নীতির বিরোধী, বিদ্বেষমূলক ও প্ররোচনামূলক এই শক্তিগুলিকে সত্বর চিহ্নিত করুন এবং তাদের নিষ্ক্রিয় করুন।’
‘যারা এবার দুর্গাপূজায় উপদ্রব করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন, যাতে এই অপশক্তিরা বোঝে যে অন্যের ধর্মের ক্ষতি করে নিজের ধর্মের মহিমা প্রতিষ্ঠা করা যায় না, রাষ্ট্রও সে অপরাধ ক্ষমা করে না। বাংলাদেশ সরকারের কাছে আমাদের নিবেদন আমরা নিজেদের দুই দেশের মানুষের অকৃত্রিম বন্ধু মনে করি।’

যারা এই বক্তব্যের সঙ্গে সহমত, তাদের বার্তাটি কপি পোস্ট করে তাতে নিজেদের নাম যোগ করে ফেসবুক ওয়ালে পোস্ট করার আবেদন জানানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.