Take a fresh look at your lifestyle.

রাজাকার পুত্রের নৌকা প্রতীক বাতিলের দাবিতে যশোরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

0

প্রতিবেদক
যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজাকার পুত্র নৌকার প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পাওয়ার প্রতিবাদে যশোরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে রায়পুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ। রবিবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড পৃথকভাবে এ মানবন্ধন করে।
মানববন্ধনে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বিল্লাল হোসেনকে শান্তি কমিটির স্থানীয় সভাপতি মোহাম্মদ আলীর পুত্র অভিহিত করে বলেন, বিল্লালের বড়ভাই শাহাদৎ হোসেনও চিহ্নিত রাজাকার। আমরা চাইনা কোনো রাজাকারের সন্তান জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হোক। এরা জনপ্রতিনিধি হলে বাঙালি জাতির জন্য হবে কলঙ্কজনক। একারণে আমরা চাই বিল্লালের দলীয় মনোনয়ন বাতিল করে মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী নতুন কাউকে নৌকা প্রতীক দেয়া হোক।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. হাসান আলী, আব্দুস সালেক মাষ্টার ও মোসলেম উদ্দিন প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.