Take a fresh look at your lifestyle.

যশোরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

0

প্রতিবেদক: চাল, ডাল, ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুুপুর ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীরা ছাড়ায় পথচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তরা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। মানুষ সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে। নুন আনতে পানতে ফুরানোর অবস্থা হয়েছে।
বক্তারা আরও বলেন, সা¤প্রদায়িক স¤প্রীতি বজায় রাখাসহ জনগণের সার্বিক নিরাপত্তা প্রদানের দায়-দায়িত্ব সরকারের হলেও সরকার তা পালনে ব্যর্থ হয়েছে। যার কারণে একের পর এক সা¤প্রদায়িক হামলার ঘটনা ঘটলেও সরকার একটি ঘটনারও সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করে প্রতিপক্ষকে দায়ী করে বক্তব্য দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলে তৎপর।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সাধারণ সম্পাদক কৃষ্ণা সরকার, কৃষক সংগ্রাম সমিতির জেলার সহ-সভাপতি আবু বক্কার সরদার, প্রচার সম্পাদক জগন্নাথ বিশ্বাস, জাতীয় ছাত্রদলের জেলা আহ্বায়ক বিশ্বজিৎ বিশ্বাস, যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সম্পাদক আইয়ুব হোসেন, পৌরসভা শ্রমিক শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সম্পাদক হিরণ লাল সরকার, ট্রেড ইউনিয়ন সংঘের অভয়নগর থানার নেতা নাজমুল হুসাইন প্রমুখ। পরিচালনা করেন মধুমঙ্গল বিশ্বাস।

Leave A Reply

Your email address will not be published.