Take a fresh look at your lifestyle.

একটা জয়ের অপেক্ষায় টাইগাররা !

0


সংবাদ কক্ষ:
টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ যে অন্যতম এক পরাশক্তির নাম সেটা অস্বীকার করার কোনই উপায় নেই। কিন্তু, সময়টা ভালো যাচ্ছে না ক্যারিবিয়ানদের। ওয়েস্ট ইন্ডিজ যত শক্তিশালী দলই হোক না কেনো, টি-টোয়েন্টিতে যে কেউই ফেভারিট না সেটাই মনে করিয়ে দিয়েছেন নুরুল হাসান সোহান। সেইসাথে জানিয়েছেন, পুরো দল আছে একটা জয়ের অপেক্ষায়।

“টি-টোয়েন্টিতে কোনো ছোট বা বড় দল নেই। নিজের দিনে যারা ভালো খেলবে তারাই জিতবে। আমার কাছে মনে হয়, আমরা জাস্ট একটা ম্যাচ জেতার জন্য অপেক্ষা করতেছি”

এর আগেও বাংলাদেশ ক্রিকেটে অসংখ্যবার খারাপ সময় এসেছে। তবুও টাইগাররা ফিরে এসেছে। এবারেও ফিরবে বিশ্বাস সোহানের, “বাংলাদেশ দলে অনেকবারই খারাপ দিন এসেছে। কিন্তু এখান থেকে আমরা রিকোভারি করে একটা ভাল সময়ে আসতে পারি।“

আলোচনা-সমালোচনা বেশিই হচ্ছে কিছুটা। কিন্তু টাইগার উইকেটকিপার চান সমালোচনাটা যেন হয় গঠনমূলক, “যখন খারাপ করি, আমাদের সমালোচনা সবসময়ই হয়। এবং, আমরা কাম্য করি সমালোচনা হবে। আমার কাছে মনে হয় গঠনমূলক সমালোচনা হওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। হয়ত আমরা খারাপ করতেছি। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। অনেকবার এরকম হয়েছে আমরা খারাপ পরিস্থিতিতে ছিলাম এবং নিজেরাই ব্যাক করেছি। এটাই ইমপরট্যান্ট।“

সেমিফাইনালের স্বপ্নটা থাকলেও বাংলাদেশ দল সবার আগে ক্যারিবিয়ানদের বিপক্ষে জয়টা নিশ্চিত করতে চায়, “শ্রীলঙ্কার সাথে ক্লজ ম্যাচটা হেরেছি। টুর্নামেন্টে টিকে থাকতে হলে পরবর্তী ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। আমরা ঐটার ওপরেই ফোকাস দিচ্ছি। বাংলাদেশ দলের হয়ে প্রতিদিন জেতার জন্য যেভাবে শতভাগ দেয়ার চেষ্টা করি, পরের ম্যাচেও সেটাই চেষ্টা করবো।”

নিজের ফর্মটাও খুবেকটা ভালো যাচ্ছে না সোহানের। কিন্তু নিজের ফর্ম নিয়ে তেমন চিন্তিত নন টাইগার উইকেটকিপার। দলের প্রয়োজন অনুযায়ী চান খেলতে, “ টি-টোয়ে্ন্টি ক্রিকেটে মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে যতটুকু করা যায় ততোটুকুই চেষ্টা করবো। লাস্ট দুই একটা ম্যাচে হয়ত ভালো কিছু করতে পারিনি ব্যাটিংয়ে। কিন্তু, আমার কাছে মনে হয় ইনশাআল্লাহ নেক্সট ম্যাচে ওমন সুযোগ এলে অবশ্যই চেষ্টা করবো শতভাগ দেয়ার। আমার কাছে সবচেয়ে বড় হলো, দল আমার কাছে কি চাচ্ছে আর আমি সেটা কতটুকু করতে পারতেছি।“

ক্যারিবিয়ানদের সাথে শেষ দুই তিনটা সিরিজ ভালো খেলেছেন টাইগাররা। সেটাতেই অনুপ্রেরণা খুঁজছেন সোহান, “ওয়েস্ট ইন্ডিজের সাথে শেষ দুই তিনটা সিরিজে ভালো খেলেছি। এটা আমাদের অনুপ্রেরণা জোগাবে।”

Leave A Reply

Your email address will not be published.