Take a fresh look at your lifestyle.

ঝিকরগাছা-চৌগাছায় নৌকা ডোবাতে মরিয়া বিদ্রোহীরা

দুই উপজেলার ২০ ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী ২৭জন

0


প্রতীক চৌধুরী:

যশোরের ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে লড়ছেন ৮৬জন প্রার্থী। এদের মধ্যে ২২ জন আওয়ামী লীগের নৌকা মার্কা, ২৭জন আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) ও বিএনপি জামায়াত সমর্থিত ১৪জন প্রার্থী রয়েছেন। বাকীরা অন্য দলের ও স্বতন্ত্র প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ের পথে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন এই প্রার্থীরা। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতা ও শীর্ষ জনপ্রতিনিধির ভাইও রয়েছেন। ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিদ্রোহী মদদের অভিযোগ রয়েছে।

এ প্রসঙ্গে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয়ার কোন সুযোগ নেই। কেন্দ্রের নির্দেশ অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সাংগঠনিকভাবে সর্বোচ্চ চেষ্টা করা হবে।’

জানা যায়, চৌগাছা উপজেলার ১১টি ইউনিয়নে ৩৯জন চেয়ারম্যান প্রার্থী মাঠে আছেন। এদের মধ্যে দুটি নৌকার প্রার্থী বিনাভোটে নির্বাচিত হয়েছেন। তারা হলেন-ফুলসারা ইউনিয়নে মেহেদী মাসুদ চৌধুরী ও চৌগাছা সদর ইউনিয়নে আবুল কাশেম।
পাশাপোল ইউনিয়নে অবাইদুল ইসলাম সবুজ (নৌকা), শাহীন রহমান ( আ.লীগ বিদ্রোহী) ও আব্দুল মতলেব (আ.লীগ বিদ্রোহী)। সিংহঝুলি ইউনিয়নে রেজাউর রহমান রেন্দু (নৌকা), মোহাম্মদ বাদল (আ.লীগ বিদ্রোহী), আবু সাঈদ (স্বতন্ত্র) আব্দুল হামিদ মল্লিক ((আ.লীগ বিদ্রোহী)। ধুলিয়ানী ইউনিয়নে এসএম আব্দুস সবুর নৌকা), এসএম মোমিনুর রহমান (আ.লীগ বিদ্রোহী), সামাউল ইসলাম (হাতপাখা) এবং আলাউদ্দীন (আ.লীগ বিদ্রোহী)।
জগদীশপুর ইউনিয়নে তবিবর রহমান খান (নৌকা), আজাদুর রহমান খান (আ.লীগ বিদ্রোহী), অধ্যক্ষ মাওলানা রবিউল ইসলাম (স্বতন্ত্র, বিএনপি) এবং মাস্টার সিরাজুল ইসলাম (আ.লীগ বিদ্রোহী)। পাতিবিলা ইউপিতে তারিকুল ইসলাম (নৌকা), আতাউর রহমান লাল (স্বতন্ত্র-বিএনপি), আব্দুর রহমান (হাতপাখা), রাজু আহাম্মেদ (স্বতন্ত্র-বিএনপি), জাকির হোসেন (স্বতন্ত্র)।
হাকিমপুরে মামুন কবির (নৌকা), মাসুদুল হাসান (স্বতন্ত্র-বিএনপি) ও বদরুল আলম খান ( জাকের পার্টি)। স্বরুপদাহ ইউনিয়নে সানোয়ার হোসেন বকুল (নৌকা), নুরুল কদর (আ.লীগ বিদ্রোহী), শেখ আনোয়ার হোসেন (আ.লীগ বিদ্রোহী), মুনতাজ আলী (স্বতন্ত্র), রফিকুল ইসলাম খোকন (আ.লীগ বিদ্রোহী), জয়নাল আবেদীন (হাতপাখা) ও শহীদুল ইসলাম (স্বতন্ত্র-বিএনপি)।
নারায়ণপুরে ইউনিয়ন শাহিনুর রহমান (নৌকা), আবু হেনা মোস্তফা কামাল বিদ্যুৎ (আ.লীগ বিদ্রোহী), উপজেলা তরিকুল ইসলাম ডবলু (স্বতন্ত্র-বিএনপি), মহিদুল ইসলাম (হাতপাখা), আব্দুল গণি (বাংলাদেশ কংগ্রেস) ও জাহাঙ্গীর আলম ( জাকের পার্টি)। সুখপুকুরিয়া ইউনিয়নে মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি ( নৌকা), প্রধান শিক্ষক নুরুল ইসলাম (আ.লীগ বিদ্রোহী) ও আমীর হোসেন (হাতপাখা)।

এদিকে, ঝিকরগাছার ১১ ইউনিয়নে ৪৭জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত ১১জন, আওয়ামী লীগের বিদ্রোহী ১৫জন, স্বতন্ত্র (বিএনপি) ১৫জন ও স্বতন্ত্র (জামায়াত) ২জন প্রার্থী রয়েছেন। গঙ্গানন্দপুর ইউনিয়নে আমিনুর রহমান (নৌকা), মইয উদ্দীন (হাতপা), বদর উদ্দীন (আ.লীগ বিদ্রোহী), শহিদুল ইসলাম (আ.লীগ বিদ্রোহী), আতাউর রহমান ঝন্টু (আ.লীগ বিদ্রোহী), শাহেদুর রহমান (আ.লীগ বিদ্রোহী), সানোয়ার রহমান (জাপা)। মাগুরা ইউনিয়নে আব্দুর রাজ্জাক (নৌকা), ওবায়দুর রহমান ( আ.লীগ বিদ্রোহী), একেএম গিয়াস উদ্দীন (আ.লীগ বিদ্রোহী)। শিমুলিয়া ইউনিয়নে মতিয়ার রহমান সরদার (নৌকা), জহুরুল হক ( আ.লীগ বিদ্রোহী), আশরাফুজ্জামান আশা (স্বতন্ত্র- বিএনপি), আশরাফুল আলম (হাতপাখা), আলমগীর হোসেন (জাতীয় পার্টি)। গদখালী ইউনিয়নে আশরাফ উদ্দীন (নৌকা), শফিউল্লাহ খান (হাতপাখা), প্রিন্স আহম্মেদ (আ.লীগ বিদ্রোহী), শাহাজান আলী ( আ.লীগ বিদ্রোহী), সহিদুল ইসলাম ( আ.লীগ বিদ্রোহী) ও আবদুল আজিজ (জাতীয় পার্টি)। পানিসারা ইউনিয়নে নওশের আলী (নৌকা), জাকির হোসেন ( আ.লীগ বিদ্রোহী), আমিনুর রহমান (হাতপাখা)।
ঝিকরগাছা ইউনিয়নে আমির হোসেন (নৌকা), শহিদুল ইসলাম (আ.লীগ বিদ্রোহী), মো. বারিক (আ.লীগ বিদ্রোহী), আলাল উদ্দিন (হাতপাখা)। নাভারণ ইউনিয়নে শাহাজাহান আলী (নৌকা), জিয়াউল হক (স্বতন্ত্র-জামায়াত) ও সহিদুল ইসলাম (হাতপাখা )। নির্বাসখোলা ইউনিয়নে খায়রুজ্জামান (নৌকা), লিয়াকত আলী (স্বতন্ত্র- বিএনপি), নজরুল ইসলাম (আ.লীগ বিদ্রোহী), মিলন হোসেন (জাতীয় পার্টি)। হাজিরবাগ ইউনিয়নে আতাউর রহমান মিন্টু (নৌকা), নুরুল আমীন মধু (আ.লীগ বিদ্রোহী), মিজানুর রহমান (স্বতন্ত্র-বিএনপি) ও আবু রায়হান (হাতপাখা)। শংকরপুর ইউনিয়নে গোবিন্দ চন্দ্র চ্যাটার্জী (নৌকা), নিছার উদ্দীন (স্বতন্ত্র-জামায়াত) ও জামাল উদ্দীন (হাতপাখা)। বাঁকড়া ইউনিয়নে মো. নিছার (নৌকা), জমির হোসেন (স্বতন্ত্র বিএনপি), আনিস উর রহমান (স্বতন্ত্র বিএনপি), মতিউর রহমান (স্বতন্ত্র জামায়াত), নাজমুল কবীর (হাতপাখা)।
আগামি ১১ নভেম্বর ২২ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.