Take a fresh look at your lifestyle.

ডিসেম্বরে চালু হবে ‘বেনাপোল এক্সপ্রেস’

0

প্রতিবেদক
বেনাপোল-ঢাকা এর মধ্যে চলাচলকারী ‘বেনাপোল এক্সপ্রেস’ আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের নবাগত মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার। শুক্রবার যশোর বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে নাগরিক অধিকার আন্দোলন নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি একথা জানান।

এ সময় বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ কামরুল আহসান, পশ্চিমাঞ্চলীয় প্রধান প্রকৌশলী নূরুল ইসলাম সিরাজী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আসাদুল হক ও বিভাগীয় প্রকৌশলী বীরবল মন্ডল উপস্থিত ছিলেন। নাগরিক অধিকার আন্দোলন নেতৃবৃন্দ অংশ নেন।

নাগরিক অধিকার আন্দোলন নেতৃবৃন্দের মধ্যে মতিয়ার রহমান, মোবাশ্বের হোসেন বাবু, আহসানুল্লাহ ময়না, ডা. এস.এম. আব্দুল্লাহ, আবু মুসা মধু, তসলিমা লিপা, কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন নাগরিক অধিকার আন্দোলনের সমন্বয়ক শেখ মাসুদুজ্জামান মিঠু।

উল্লেখ্য, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্যে সারাদেশে রেল যোগাযোগ পুনরায় চালু হলেও অজ্ঞাত কারণে ‘বেনাপোল এক্সপ্রেস’ চালু করা হয়নি। সঙ্গত কারণেই বিভিন্ন মহলে ও জনমনে প্রশ্নের ঝড় ওঠে। জনমানুষের অধিকার বাস্তবায়নে নাগরিক অধিকার আন্দোলনের নেতৃবৃন্দ দফায় দফায় বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন গ্রহণ করেন। তারা রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও আলোচনা করেন।

Leave A Reply

Your email address will not be published.