Take a fresh look at your lifestyle.

‌‌‌`হঠাৎ নৌকা প্রার্থীর সরে দাঁড়ানোর ঘোষণা গভীর ষড়যন্ত্রের অংশ’

0

প্রতিবেদক:
বিদ্রোহী প্রাথী আপন ভাতিজা আজাদ রহমান খানকে সংবাদ সম্মেলনে পাশে বসিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন যশোরের চৌগাছার জগদীশপুর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তবিবর রহমান খান। রবিবার চৌগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

প্রতীক বরাদ্দের পর নৌকার প্রার্থীর হঠাৎ সরে দাঁড়ানোর ঘোষণাকে গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী। তিনি সাংবাদিকদের বলেন, আমি এটা গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে করছি। নৌকার প্রার্থী সেখানে দীর্ঘদিনের চেয়ারম্যান। সেখানে বারবার আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করেছে। আওয়ামী লীগ এত দৈন্যদশায় পড়েনি যে প্রার্থী প্রত্যাহার হতে হবে। কয়েকদিন আগেই তাকে মনোনয়ন দেয়া হয়েছে। নৌকা জনপ্রিয় প্রতীক, এখানে আত্মীয়তার সুযোগ নেই। আমরা তাকে কারণ দর্শনো নোটিশ দেব কিভাবে তিনি ভ্রাতুষ্পুত্রকে সমর্থন দেন। এটা আমরা কেন্দ্রে লিখিতভাবে জানাব। আশা করি দল বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে দল থেকে বহিষ্কার করবে। বিষয়টিতে আমি তীব্র নিন্দা জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে তবিবর রহমান খান বলেন ‘আমি দীর্ঘদিন জগদীশপুর ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছি। এবারও আমার প্রতি আস্থা রেখে দলীয় সভানেত্রী আমাকে নৌকা প্রতীক প্রদান করেন। তবে শারিরিক অসুস্থতার কারণে আমি আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে নিজের নির্বাচনী কার্যক্রম থেকে সরিয়ে নিচ্ছি। আমার শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনের আগেই আমাকে বিদেশে চিকিৎসা নিতে যেতে হবে। এজন্য নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
স্থানীয় একাধিক সূত্র জানায়, তবিবর রহমান খান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শারীরিক অসুস্থতার কথা বললেও প্রকৃতপক্ষে পারিবারের সম্প্রীতি বজায় রাখতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় নৌকার একটি পথসভা থেকে কর্মীরা বিদ্রোহী প্রার্থী ও তবিবর খানের আপন ভাতিজা আজাদ রহমান খানের অফিসে হামলা চালায়। এ সময় আজাদ রহমান খান ও তার দুই সমর্থক গুরুতর জখম হন। রবিবার সংবাদ সম্মেলনেও তিনি মাথায় ব্যন্ডেজ নিয়ে চাচার (তবিবর রহমান খান) পাশে বসে ছিলেন। তবিবর রহমান খান মার্কিন যুক্তরাষ্ট্রেরও নাগরিক। তার স্ত্রী সন্তানরা সেখানেই থাকেন।
শুক্রবার রাতে নৌকা সমর্থকদের হামলায় বিদ্রোহী প্রার্থী আজাদ রহমান তার দুই সমর্থকসহ আহত হয়ে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি হন। পরে তিনি এ বিষয়ে চৌগাছা থানায় লিখিত অভিযোগ করলেও মামলা রেকর্ড হয়নি। একপর্যায়ে তিনি আত্মহত্যারও হুমকি দেন। বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এরপর পারিবারিক সিদ্ধান্তে নৌকার প্রার্থী নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
এ প্রসঙ্গে নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তবিবর রহমান খান সাংবাদিকদের বলেছেন, নৌকার প্রার্থী হিসেবে কাউকে সমর্থন দিতে পারিনা। শারীরিক কারণে নিজেকে নিবাচনী কার্যক্রম থেকে সরিয়ে নিয়েছি। পাশে বিদ্রোহী প্রার্থী ভাতিজাকে বসিয়ে সংবাদ সম্মেলনের বিষয়ে তিনি বলেন, পরিবারের ভুল বোঝাবুঝি থেকে ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা যাচ্ছিল। তাই তাকে সংবাদ সম্মেলনে রাখা হয়েছিল।

Leave A Reply

Your email address will not be published.