Take a fresh look at your lifestyle.

টানা চার ম্যাচে হেরে যাওয়াটা সত্যিই হতাশাজনক : মাহমুদউল্লাহ

0

সংবাদ কক্ষ:
শ্রীলংকা, ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিনি ম্যাচে হেরে যাওয়া বাংলাদেশ নিজেদের চতুর্থ ম্যাচেও জয়ে ফিরতে পারেনি।
মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমে স্রেফ উড়ে যায় টাইগাররা। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলকে ১৮.২ ওভারে ৮৪ রানে অলআউট করে ৬ উইকেটের সহজ জয় পায় প্রোটিয়ারা।
আফ্রিকার বিপক্ষে পরাজয়ের পর বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, আমার মনে হয় প্রথমার্ধে বোলিং করার জন্য উইকেট বেশ ভালো ছিল। তবে আমরাও ভালো ব্যাটিং প্রদর্শন করতে পারিনি।
বোলারদের প্রশংসা করে রিয়াদ বলেন, বোলিংয়ে তাসকিন ভালোই করেছে। মোস্তাফিজের পরিবর্তে তাসকিনকে একাদশে রাখার কারণ ছিল সে বেশ ছন্দে আছে। ভালো বোলিং করছে।
বিশ্বকাপের মূলপর্বে টানা চার ম্যাচে পরাজয় নিয়ে অধিনায়ক বলেন, টানা চার ম্যাচে হেরে যাওয়াটা সত্যিই হতাশাজনক। আমরা দুটি ম্যাচ জিততে পারতাম। আর সেটি করতে পারল গল্পটা অন্যরকম হতো।

Leave A Reply

Your email address will not be published.