Take a fresh look at your lifestyle.

অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে আহত ২

যশোর জেনারেল হাসপাতাল

0

প্রতিবেদক: যশোর জেনারেল হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটার দিকে এ ঘটনাটি। আহতরা হলেন, খুলনা শিপইয়ার্ড এলাকার আলী আহমেদের ছেলে কেরামত আলী (৩০) ও যশোর সদরের নীলগজ্ঞ এলাকার মৃত নিরাপদ দাসের ছেলে পরিতোষ কুমার দাস।
আহত পরিতোষ কুমার দাস জানান, এক লোক ভেতরে যেয়ে অক্সিজেন ভরছিল। আমি পাশে দাঁড়িয়ে দেখছিলাম। এসময় বিস্ফোরণটি ঘটে। এতে আমার হাতের একটি অংশ পুড়ে গেছে।
যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদ সাংবাদিকদের জানান, করোনা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালের ইয়োলো জোনের সামনে অক্সিজেন প্ল্যান্টটি স্থাপন করা হয়েছিলো। বৃহস্পতিবার প্ল্যান্টের অক্সিজেন সরবরাহ করার সময় একটি সিলিন্ডারের হোস পাইপে বিস্ফোরণ ঘটে। এতে সরবরাহকারী কেরামত আলীর ডান হাতটি পুড়ে গেছে। অপর আরেকজনের ডান হাতের কিছু অংশ পুড়ে গেছে। দুজনকেই চিকিৎসা দেয়া হয়েছে। তারা আশংকামুক্ত। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে। এরপরই তারা মেরামতের কাজ সম্পন্ন করেছে।

Leave A Reply

Your email address will not be published.