Take a fresh look at your lifestyle.

অজিদের বিপক্ষে হেরে লজ্জার আরেকটি রেকর্ড গড়ল টাইগাররা

0

সংবাদ কক্ষ: টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে বাছাই পর্বের বাধা পেরোনো বাংলাদেশ মূলপর্বে পাঁচ ম্যাচের একটিতেও জয় ছিনিয়ে নিতে পারেনি। প্রত্যাশার ফাঁকা বেলুন উপহার দিয়েছেন সৌম্য-লিটনরা। চূড়ান্তপর্বে টাইগাররা হেরে যায় শ্রীলংকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। বিশ্বকাপের মতো বড় আসরে রীতিমতো হোয়াইটওয়াশ হলো টাইগাররা। সম্মানরক্ষার শেষ ম্যাচে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষেও হেরে যায় বাংলাদেশ। এ পরাজয়ে অজিদের বিপক্ষে লজ্জার আরেকটি রেকর্ড গড়ল টাইগাররা।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করে ১৫ ওভারে ৭৩ রানে অলআউট হয় বাংলাদেশ দল। মামুলি স্কোর তাড়া করতে নেমে ৬.২ ওভারেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। টাইগারদের বিপক্ষে এ জয়ে অনন্য এক নজির সৃষ্টি করে অসিরা। আইসিসির কোনো ইভেন্টে বাংলাদেশের বিপক্ষে টানা ১০ ম্যাচে অপরাজিত অস্ট্রেলিয়া।
এ পরিসংখ্যান বদলাতে হলে আরও ১১ মাস তথা পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশ দলকে।

Leave A Reply

Your email address will not be published.