Take a fresh look at your lifestyle.

বিওএ নির্বাচনে বাফুফের প্রতিনিধি কাজী নাবিল ও মহি

0

সংবাদ কক্ষ: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) আসন্ন এজিএম এবং নির্বাচনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কাউন্সিলর মনোনীত হলেন সহ-সভাপতি কাজী নাবিল আহমদে ও মহিউদ্দিন আহমেদ মহি।মঙ্গলবার দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটির জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে ।আগামী ১১ ডিসেম্বর বিওএ বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন হবে।
২০১৭ সালের এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে বাফুফের প্রতিনিধি ছিলেন বাদল রায় ও শওকত আলী খান জাহাঙ্গীর। বাদল রায় গত বছর নভেম্বরে পরলোকগমন করেছেন এবং শওকত আলী খান জাহাঙ্গীর বাফুফের বর্তমান নির্বাহী কমিটিতে নেই। বাদল রায় বিওএর সহ-সভাপতি এবং শওকত আলী খান জাহাঙ্গীর সদস্য নির্বাচিত হয়েছিলেন। ডিসেম্বরের নির্বাচন সামনে রেখে বিওএ এরই মধ্যে নির্বাচন কমিশন গঠন করেছে এবং তাদের অধিভুক্ত ফেডারেশন ও সংস্থাগুলোকে কাউন্সিলরের নাম প্রেরণের জন্য চিঠি দিয়েছে। সহ-সভাপতি, উপ-মহাসচিব ও সদস্য পদে কিছু পরিবর্তন আসবে এবারের নির্বাচনে। তবে ভোটের লড়াই হওয়ার সম্ভাবনা কম। একটি প্যানেলেই নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি। আগের নির্বাচনে ৩৪ পদের মধ্যে সভাপতি ও মহাসচিবসহ ২৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

Leave A Reply

Your email address will not be published.