Take a fresh look at your lifestyle.

কাতার বিশ্বকাপের টিকিট পেল ব্রাজিল

0

সংবাদকক্ষ

আক্রমণে ব্রাজিলের দাপট থাকলেও প্রথমার্ধে গোলের জোরালো সম্ভাবনা তৈরি করল কলম্বিয়া। বিরতির পরও রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সুযোগগুলো ব্যর্থতায় মিলিয়ে যাচ্ছিল ফিনিশিংয়ের দুর্বলতায়। অবশেষে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে লুকাস পাকেতা করলেন লক্ষ্যভেদ। এই লিড ধরে রেখে কলম্বিয়াকে হারিয়ে কাতার বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল তিতের শিষ্যরা।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের প্রথম দল হিসেবে আগামী ২০২২ বিশ্বকাপের টিকিট পেয়েছে ব্রাজিল। শুক্রবার সকালে বাছাইপর্বের ম্যাচে ঘরের মাঠ সাও পাওলোতে তারা জিতেছে ১-০ গোলে।

৭২তম মিনিটে সেলেসাওদের হয়ে জয়সূচক গোলটি করেন মিডফিল্ডার পাকেতা। তাকে অ্যাসিস্ট করেন পিএসজির তারকা ফরোয়ার্ড নেইমার।

ম্যাচের ৬৩ শতাংশ সময়ে বল পায়ে রাখা ব্রাজিল গোলমুখে ১৬টি শট নিয়ে লক্ষ্যে রাখে ছয়টি। অন্যদিকে, সফরকারী কলম্বিয়ার নেওয়া পাঁচটি শটের একটি ছিল লক্ষ্যে।

বাছাইয়ে ১২ ম্যাচ খেলে শীর্ষে থাকা ব্রাজিলের এটি একাদশ জয়। তারা ড্র করেছে বাকিটিতে। সবমিলিয়ে তাদের অর্জন ৩৪ পয়েন্ট। ১০ দলের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকায় তাদের ঠিক পেছনেই রয়েছে আর্জেন্টিনা। ১১ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে তারা পেয়েছে ২৫ পয়েন্ট। পাঁচে নেমে যাওয়া কলম্বিয়ার পয়েন্ট ১৩ ম্যাচে ১৬।

Leave A Reply

Your email address will not be published.