Take a fresh look at your lifestyle.

পৌরসভার মতো জেলা পরিষদেও বসবে প্রশাসক

0

সংবাদ কক্ষ: পৌরসভার মতো জেলা পরিষদেও চেয়ারম্যানের মেয়াদ শেষে প্রশাসক নিয়োগের বিধান রেখে জেলা পরিষদ (সংশোধন) আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন সরকারপ্রধান।
সভা শেষে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘দুই কেবিনেট মিটিং আগে স্থানীয় সরকার থেকে একটি আইন সংশোধনের জন্য নিয়ে আসা হয়েছিল, সেটি ছিল পৌরসভা আইন। এটাতে বিধান ছিল পৌরসভা চেয়ারম্যানের একটি মেয়াদ ছিল ৪ বছর বা ৫ বছরের জন্য থাকবেন। কিন্তু পরবর্তীতে নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি কন্টিনিউ করবেন।
‘এতে দেখা যাচ্ছে বিভিন্ন পৌরসভাতে মামলার কারণে ১৪-১৫ বছরও একজন চেয়ারম্যান থাকতেন। জেলা পরিষদেও এটাই ছিল বিধান। মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি চেয়ারম্যান থাকছিলেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় এটাতে সংশোধন নিয়ে এসেছে। এটাও সেই পৌরসভা আইনের মতো মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর যত দিন পরিষদ পুনর্গঠন করা না হবে ততদিন সরকার প্রশাসক দিয়ে রাখতে পারবে।’
তিনি বলেন, ‘সদস্যদের ক্ষেত্রে একটু পরিবর্তন আনা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যানরা এটার সদস্য হবেন, পৌরসভার মেয়ররা সদস্য হবেন এবং তাদের সিটি করপোরেশনের মেয়রের প্রতিনিধিরা সদস্য হবেন। আর ইউএনওদের রিকোমেন্ড করা হয়েছে ওনারা অবজারভার হিসেবে থাকবে। বোর্ডটা রিভাইজ করার রিকোমেন্ডেশন করা হয়েছে।
‘ইউএনওরা ননভোটিং অবজার্ভিং মেম্বার থাকবেন। শুধু পাবলিক রিপ্রেসেনটেটিভরা ভোট দিতে পারবেন। তবে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর সাথে সাথে যদি কেউ ইলেক্টেড বা নমিনেটেড হয়ে যায় কেউ তার কাছে ক্ষমতা চলে যাবে।’
এ সময় মন্ত্রিপরিষদ সচিব জানান, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৪ নভেম্বর জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২০-২১ অর্থবছরের কার্যাবলি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনও অনুমোদন করা হয় মন্ত্রিসভায়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এতে বলা হয়েছে জনগণের মাথাপিছু আয় ২ হাজার ৫৫৪ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে রপ্তানি আয় হয়েছে ৩৮ দশমিক ৭৬ বিলিয়ন ডলার। রপ্তানি আয় বৃদ্ধি গত অর্থবছরের তুলনায় ১৫ দশমিক ১৩ ভাগ বেশি।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘উন্নয়ন কর্মকাণ্ডসহ সব ধরনের সরকারি কাজ গতিশীল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। করোনার আগের অবস্থায় নিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। করোনার কারণে এবার ১৬ ডিসেম্বর বঙ্গভবনের অনুষ্ঠান হবে না। জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান হবে।’

Leave A Reply

Your email address will not be published.