Take a fresh look at your lifestyle.

বাঘারপাড়ায় নৌকার ৫ কর্মী সমর্থককে কুপিয়ে জখম

0

প্রতিবেদক : যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় নৌকা প্রতীকের ৫ কর্মী সমর্থক আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জামদিয়া বাজারে নৌকা প্রতীকের কার্যালয়ে সভা চলাকালীন হামলা চালানো হয়। এতে নৌকা মার্কার অন্তত ৫জন কর্মী আহত হন। তোদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ লিকু (৩০), জামদিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে মোঃ রনি (২২), ভাঙ্গুড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মোহাম্মদ দেলোয়ার (২৫), একই গ্রামের তবিবুর রহমানের ছেলে মোহাম্মদ শাহিন রেজা (৩০) ও ইসমাইল হোসেনের ছেলে মোহাম্মদ ইদ্রিস আলী (৫০)। মোহাম্মদ লিকুর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বাঘারপাড়া উপজেলার জামদিয়া বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয় উপজেলার চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথীর উপস্থিতিতে নির্বাচনী মিটিং চলছিল। এ সময় সোলাইমান মেম্বারের সমর্থিত মিলনসহ কয়েকজন সন্ত্রাসী আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা নৌকা প্রতীকের প্রার্থী আরিফুল ইসলাম তিব্বতের নেতাকর্মীদের উপর হামলা চালায়। তাদেরকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য বাঘারপাড়া থানার ওসির দাপ্তরিক নাম্বারে একাধিকার ফোন করা হলেও রিসিভ হয়নি।

Leave A Reply

Your email address will not be published.