Take a fresh look at your lifestyle.

শতবর্ষী কদবানুর ইচ্ছাপূরণ

0

প্রতিবেদক : বয়সের ভারে নুজ্ব্য শতবর্র্ষী কদবানু বেগম। ভোটের ডামাডোলে বাড়ি থাকতে পারেননি। মেয়ে, পুত্রবধূদের সঙ্গে ভ্যানে করে ভোট কেন্দ্রে এসেছেন। কেন্দ্রের প্রবেশপথ থেকে ৩-৪জন মিলে তাকে কোলে করে বুথে নিয়ে যাওয়া হয়। সেখানেই পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন তিনি। আবার তাকে কোলে করে নিয়ে ভ্যানে তোলা হয়। এই জীবনে বহুবার ব্যালট পেপারে ভোট দিয়েছেন। জীবন সায়হ্ণে এসে ভোটের দিন বাড়ি থাকতে পারেননি। স্বজনদের কাছে ভোট কেন্দ্রে আসার আব্দার করেন। তাই তাকে কেন্দ্রে আনা হয়েছে। রোবাবর যশোরের বাঘারপাড়া উপজেলার দারাজহাট ইউনিয়নের রোস্তমপুর-দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন শতবর্ষী কদবানু বেগম। তার বাড়ি পাশের গ্রাম বলরামপুর। তার সঙ্গে ছিলেন দেবরের ছেলে আবুল কামাল ও তার স্বজনরা। জীবন সায়হ্নে এসে নিজের ভোটটি দিতে পেরে খুশি কদবানু বেগম। আবুল কালাম বলেন, জীবনের হয়ত এটা শেষ ভোট তার। কারণ বয়স ১০০ পেরিয়ে গেছে। শরীরের অবস্থাও ভাল না। তিনি ভোট দিতে আসার আবদার করায়, আমার তার ইচ্ছাপূরণ করতে এনেছি।
রোববার তৃতীয় ধাপে যশোরের বাঘারপাড়ার ৯টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। কয়েকটি বিচ্ছন্ন ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.