Take a fresh look at your lifestyle.

জন্মদিনে স্মরণঃ শুভেন্দু চট্টোপাধ্যায়

0

বাবলু ভট্টাচার্য:

পেশায় তিনি ছিলেন একজন ডাক্তার। পরবর্তীতে অভিনয় জগতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। ১৯৫৩ সালে স্কুল ফাইনাল পাশ করে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হন। ১৯৬০ সালে চিকিৎসা বিদ্যায় স্নাতক হয়ে কিছুদিন চিকিৎসক হিসেবে কলকাতা পৌরসভায় চাকরি করেছেন।

অভিনয় জীবনের প্রথম দিকে গণনাট্য সংঘের সাথে যুক্ত ছিলেন। বাংলা ছবির পাশাপাশি হিন্দি ছবিতে, পেশাদার মঞ্চে, দুরদর্শন ধারাবাহিকে এবং যাত্রায় অভিনয় করেছেন। অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় তার পুত্র।

মৃণাল সেন পরিচালিত আকাশ কুসুম (১৯৬৫) চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ ঘটে শুভেন্দু বাবুর। সমগ্র চলচ্চিত্র জীবনে তিনি দুশোটির বেশি ছায়াছবিতে অভিনয় করেছেন।

যে সব চলচ্চিত্রকারদের ছবিতে অভিনয় করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিনহা, অজয় কর, সলিল সেন, অরবিন্দ মুখোপাধ্যায়, অগ্রদূত, বুদ্ধদেব দাশগুপ্ত প্রমুখ।

শুভেন্দু চট্টোপাধ্যায় অভিনীত কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র হল : আকাশ কুসুম, কাঁচ কাটা হীরে, চিড়িয়াখানা, চৌরঙ্গী, হংস মিথুন, আরোগ্য নিকেতন, অরণ্যের দিনরাত্রি, প্রথম কদম ফুল, ছদ্মবেশী, অমৃতকুম্ভের সন্ধানে ইত্যাদি।

শুভেন্দু চট্টোপাধ্যায় ১৯৩৬ সালের আজকের দিনে (২৯ নভেম্বর) কলকাতায় জন্মগ্রহণ করেন।

লেখক সাংস্কৃতিক ব্যক্তিত্ব

Leave A Reply

Your email address will not be published.