Take a fresh look at your lifestyle.

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ছবিতে তাসনুভা

0

সংবাদ কক্ষ : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে দেশের প্রথম ট্রান্সজেন্ডার নারী হিসেবে টেলিভিশনে সংবাদ পাঠ করে বিশ্বজুড়ে মনোযোগ কাড়েন তাসনুভা আনান শিশির।ইতিহাস গড়ার সেই মুহূর্তটি এবার জায়গা পেল প্রভাবশালী আন্তর্জাতিক ম্যাগাজিন টাইম-এ। ম্যাগাজিনটির বর্ষসেরা ১০০ ছবির তালিকায় এসেছে সংবাদ পাঠের প্রথম দিনে তাসনুভার আনন্দময় মুহূর্তের ছবি। রেওয়াজ অনুযায়ী প্রতিবছরের শেষ ভাগে বিশ্বজুড়ে আলোচিত ১০০ ঘটনার ছবি প্রকাশ করে টাইম ম্যাগাজিন।
তাসনুভার ছবিটি তুলেছিলেন বাংলাদেশি আলোকচিত্রী মুনির-উজ-জামান। ফরাসি বার্তা সংস্থা এএফপির হয়ে তোলা ছবিতে দেখা যায়, বৈশাখী টেলিভিশনের স্টুডিওতে সংবাদ পাঠের জন্য প্রস্তুত তাসনুভা। তার পাশে দাঁড়িয়ে আছেন চার নারী সহকর্মী। গত ৮ মার্চ বেলা ১২টার সংবাদ পড়ে ইতিহাস গড়েন তাসনুভা।
টাইম ম্যাগাজিনে প্রকাশিত ছবিটি সোমবার নিজের ফেসবুক প্রোফাইলে কাভার ফটো করেছেন তাসনুভা। এ ছাড়া, টাইমের ছবির লিংকও শেয়ার করেছেন তিনি।
টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ছবিতে আরও এসেছে যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যা মামলায় রায়ের পর স্বজনের উচ্ছ্বাস, মিয়ানমারে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ, কাবুলের হামিদ কাজরাই বিমানবন্দরের সামনে অস্ত্র রেখে তালেবানের নামাজ পড়ার মতো বিভিন্ন আলোচিত মুহূর্ত।

Leave A Reply

Your email address will not be published.