Take a fresh look at your lifestyle.

যশোরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

0

প্রতিবেদক :

যশোর শহরের স্টেডিয়াম পাড়া এলাকায় যৌতুকের দাবিতে গৃহবধূ শারমিন সুলতানা প্রীতিকে (২৮) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি একই এলাকার মাহাবুবুর রহমান সাবুর স্ত্রী। বুধবার রাতে এ ঘটনা ঘটেছে।

নিহত প্রীতির বাবা মোবারক হোসেনের অভিযোগ—যৌতুকের দাবিতে তার মেয়েকে হত্যা করা হয়েছে। নিহতের স্বামী সাবুরের দাবি—পারিবারিক কলহের জেরে প্রীতি আত্মহত্যা করেছে।

মোবারক হোসেন বলেন, ‘আমার মেয়ের সঙ্গে সাবুর বিয়ে হয় ১৪ বছর আগে। বিয়ের পর থেকে জামাই বেকার। আমার পাঠানো টাকায় তাদের সংসার চলতো। মেয়ের সুখের কথা ভেবে বিয়ের পর থেকে এ পর্যন্ত অন্তত ১০ লাখ টাকা জামাইকে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘মাদকে আসক্ত হয়ে পড়ায় সাবু আমার মেয়েকে আরও ৭ লাখ টাকা আনতে বলে। টাকা আনতে অস্বীকার করায় প্রীতিকে পিটিয়ে জখম করে ঘরে আটকে রেখে গ্রামে প্রচার করে তার স্ত্রী কীটনাশক পান করেছে।’

‘প্রতিবেশীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে প্রীতির মৃত্যু হয়,’ যোগ করেন মোবারক হোসেন।

নিহতের স্বামী মাহাবুবুর রহমান সাবু এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্রীতি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে।’

যশোর কোতোয়ালি মডেল থানায় ওসি (তদন্ত) শেখ তাসমীম আলম বলেন, ‘মৃতের পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হবে। তারপর আমরা আইনগত ব্যবস্থা নেব।’

Leave A Reply

Your email address will not be published.