Take a fresh look at your lifestyle.

হত্যা মামলার আসামি পান্নুর নৌকার মনোনয়ন বাতিল দাবিতে মানববন্ধন

যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন

0

প্রতিবেদক: যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন পেয়েছেন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি সেলিম রেজা পান্নু। তার মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইউনিয়ন আওয়ামী লীগ। বুধবার সকাল ১১টার দিকে যশোর বেনাপোল সড়কের চাঁচড়া চেকপোস্টে এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনয়নের ব্যাপারে ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে মনোনয়ন প্রত্যাশীদের নামের তালিকা পাঠানো হয়, তাতে সেলিম রেজা পান্নুর নাম উল্লেখ ছিল না। অথচ কে বা কারা তার নাম প্রস্তাব করে আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডে পাঠিয়েছে। পান্নু জনবিচ্ছিন্ন ও বিতর্কিত নেতা। অর্থের দাপট দেখিয়ে নৌকা মার্কা বাগিয়ে নিয়েছেন তিনি। অথচ এই ইউনিয়নের অনেক ত্যাগী ও পরীক্ষিত নেতাকে উপেক্ষা করে সেলিম রেজা পান্নুকে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা দেয়া হয়েছে। সেলিম রেজা পান্নু ২০১৯ সালের ২৪ জুলাই প্রকাশ্য দিবালোকে চাঁচড়া এলাকায় মৎস্য ব্যবসায়ী ইমরোজকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তার বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল হয়েছে। এর বাইরেও অস্ত্র ও চাঁদাবাদির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অবিলম্বে তার মনোনয়ন বাতিল করে ইউনিয়নে যারা দলের দুর্দিনে কাজ করেছে তাদের দলীয় মনোনয়ন নৌকা প্রতীক দেয়ার দাবি জানানো হয়।
মানববন্ধনে সদর উপজেলা আওয়ামী লীগনেতা ও চাঁচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ফুল বলেন, বিতর্কিত নেতা ও চার্জশীটভুক্ত আসামী সেলিম রেজা পান্নুর পক্ষে ইউনিয়ন আওয়ামী লীগ কাজ করবে না। দল যদি এই বির্তকিত ব্যক্তিকে মনোনয়ন প্রত্যাহার না করে; তাহলে ইউনিয়ন আওয়ামী লীগ থেকে তৃর্ণমূলে রাজনীতি থেকে উঠে আসা আওয়ামী লীগ নেতাকে নৌকার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিবো।
মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী মোড়ল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ভুইয়া, ইউনিয়ন আওয়ামী লীগনেতা আনোয়ারুল করিম আনু, শামীম রেজা, কবিরুজ্জামান কাজল, ফিরোজ করিব পিকুল, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন বাবু, জেলা তাঁতী লীগের সভাপতি মোজাম্মেল হোসেন মিঠু, আওয়ামী লীগনেতা নুর ইসলাম।
আগামি ৫ জানুয়ারি যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave A Reply

Your email address will not be published.