Take a fresh look at your lifestyle.

যশোরে কৈশোরকালীন মাতৃত্ব ২৮ শতাংশ

0
প্রতিবেদক: যশোরে গত এক বছরে ২০ বছরের নীচে ৫৮ হাজার ১৬৪ জন মেয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। যাদের গড় বয়স ১৬.৩ বছর। আর কৈশোরকালীন মাতৃত্বের হার ২৮ শতাংশ। যা ক্রমেই মাতৃমৃত্যুর হারকে বৃদ্ধি করছে। এ অবস্থার উত্তরণে বাল্য বিয়ে রোধের কোন বিকল্প নেই।
বুধবার পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানান যশোর পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক শবনম মমতাজ রোজী। সকাল সাড়ে দশটায় অধিদফতরের নিজস্ব কার্যালয়ে প্রচার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপ-পরিচালক শবনম মমতাজ রোজী জানান, জেলায় এক বছরে ২০ থেকে ২৯ বছর বয়সী ১ লাখ ৮২ হাজার ২শ’ ১৫ জন এবং ৩০ থেকে ৩৯ বছর বয়সী ১ লাখ ৭৩ হাজার ২৫৬ জন মেয়ের বিয়ে হয়েছে। চলতি বছরের হিসেব অনুযায়ী জেলায় অক্টোবর মাস পর্যন্ত ৬ লাখ ১৯ হাজার ৭৪৪টি সন্তান উৎপাদনক্ষম সক্ষম দম্পতি রয়েছে। যাদের মধ্যে ৪ লাখ ৯৭ হাজার ৫১৮টি দম্পতিবিভিন্ন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. সাইনুর সামাদ, পরিবার পরিকল্পনা অধিদফতরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান, গিয়াস উদ্দিন, ডা. জেরিন সুলতানা প্রমুখ।

-ডিকে/ আইআর

Leave A Reply

Your email address will not be published.