Take a fresh look at your lifestyle.

অভয়নগরে পরাজিত প্রার্থীর সমর্থকের বাড়ি ভাংচুর

0

প্রতিনিধি,অভয়নগর (যশোর) : অভয়নগরে ইউপি নির্বাচনে জয়ী মো. হাফিজুর রহমানের বিরুদ্ধে পরাজিত প্রার্থীর সমর্থকের দোকান ঘর, বাড়িতে হামলা, ভাঙচুর ও শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে । রোববার রাত পোনে আটটার দিকে অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামে ৭নং ওয়ার্ডের শিকদারপাড়ায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে অভয়নগর থানায় অভিযোগ দায়ের হয়েছে।
পরাজিত মেম্বার প্রার্থী (মোরগ) মো. আব্দুর রাজ্জাকের সমর্থক মো. নজরুল ইসলাম এজাহারে উল্লেখ করেন, নির্বাচনে ফুটবল প্রতীকের মেম্বার প্রার্থী মো. হাফিজুর রহমান বিজয়ী হন। এরপর রাত পোনে আটটার দিকে তার প্রায় অর্ধ শতাধিক সমর্থক একসঙ্গে এসে বাদীর দোকান ঘরে ভাঙচুর করে। এ সময় হামলাকারীরা দোকানে বসে থাকা বাদীর স্ত্রীকে মারধর এবং শ্লীলতাহানীর চেষ্টা করে। পরে বাদীর বাড়িতে গিয়ে হামলা চালায়। বাদীর স্ত্রীকে মারধোর করার সময় তাদেরকে ঠেকাতে গেলে দুই পুত্রের বউকে ও তারা মারধর করে এবং শ্লীলতাহানীর চেষ্টা করে। এ সময় তারা বাদীর ছেলেদের বউয়ের গলাই থাকা স্বর্ণের চেইনও লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে পরাজিত মেম্বর প্রার্থী (মোরগ) মো. আব্দুর রাজ্জাক বলেন, নির্বাচনে আমাকে সমর্থন করার কারণেই মো. হাফিজুর রহমানের লোকজন এ হামলা চালিয়েছে।
এ বিষয়ে ফুটবল প্রতীক নিয়ে জয়ী মেম্বার প্রার্থী মো. হাফিজুর রহমান জানান, নির্বাচনে পরাজিত হওয়ার কারনে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। এমন ধরনের কোন ঘটনা আমার কর্মীরা ঘটায়নি।
এবিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান বলেন, খবর শুনে সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। তবে সেখানে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।
-ডিকে/আইআর

Leave A Reply

Your email address will not be published.