Take a fresh look at your lifestyle.

ক্যাপসিক্যামের ঘোষণায় মাদক আমদানি, সিএন্ডএফ লাইসেন্স বাতিল

0

প্রতিনিধি, বেনাপোল: মিথ্যা ঘোষনা দিয়ে ভারত থেকে আমদানি করা ক্যাপসিক্যামের কার্টুনের মধ্যে বিপুল পরিমান থ্রি পিস, শিসা (মাদক) ও ভারতীয় যৌন উত্তেজক ওষুধ জব্দ করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় সোমবার সকালে স্বদেশ ট্রেডিং এজেন্সির সিএন্ডএফ লাইসেন্স সাময়িক বাতিল করা হয়েছে।
বেনাপোল কাস্টম হাউসের যুগ্ন কমিশনার আব্দুল রশিদ মিয়া স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দরের ৩১ নং কাঁচামালের ইয়ার্ড থেকে ভারতীয় (ডাব্লিউ-বি-১১-সি-৩৭৮৯) নং ট্রাক থেকে ক্যাপসিক্যামের চালানটি জব্দ করা হয়। আমদানিকৃত পণ্যে ৪৯২৭ কেজি ক্যাাপসিকেম ঘোষনা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পণ্য চালানটি বেনাপোল কাস্টমসের (আইআরএম) বিশেষ পরীক্ষণ টিম দ্বারা পণ্য চালানটি পরীক্ষণ করা হয়। পণ্য চালানটি শতভাগ কায়িক পরীক্ষণ করে ক্যাপসিক্যামের কাটুনের ভিতর ঘোষনা বর্হিভূত ১ হাজার ৫০ পিস অতি উন্নতমানের থ্রিপিস, ২৪০ কেজি শিসা জাতীয় মাদক, ২০ কেজি যৌন উত্তেজক ওষুধ, ১০০ কেজি স্কিন ক্রিম ও ৫০ কেজি হোমিওপ্যাথি ওষুধ জব্দ করা হয়। জব্দকৃত মালামাল ঘোষনা বহির্ভুত হওয়ায় বাজেয়াপ্ত করা হয়েছে এবং স্বদেশ ট্রেডিং নামে সিএন্ডএফ লাইসেন্স সাময়িক বাতিল করা হয়েছে। এ পণ্য চালানে কয়েক লক্ষ টাকার রাজস্ব ফাঁকি দেয়ার অপচেষ্টা করা হচ্ছিল।
-ডিকে/এসএস/আইআর

Leave A Reply

Your email address will not be published.