Take a fresh look at your lifestyle.

ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৫

0

প্রতিনিধি, ঝিনাইদহ: সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ও পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার সকালে ইউনিয়নের ডেফলবাড়িয়া গ্রামে এ সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার অনুষ্ঠিত ভোটে সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ডেফলবাড়ীয়া গ্রামের জয়নুদ্দিন মেম্বার নির্বাচিত হন। সোমবার সকালে জয়নুদ্দিনের সমর্থক আশরাফুল ইসলাম গ্রামের সাহেব বাজারে গেলে পরাজিত মেম্বর প্রার্থী কলিম উদ্দিনের সমর্থকরা তাকে মারধর করে।
এরই জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এরআগে, ভোটের দিন সন্ধ্যায় দোগাছি ইউনিয়নের দোগাছি এবতেদায়ী মাদরাসা ও কমিউনিটি ক্লিনিক কেন্দ্রে ভোট গণনার সময় এক মেম্বার প্রার্থীর সমর্থকদের হামলায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের একটি মোটরসাইকেল ভাঙচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হারুনর রশিদ বলেন, সন্ধ্যার পর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা ও দেওয়ালে ঝুলিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল। ভোটে ফুটবল মার্কার মেম্বার প্রার্থী মোক্তার হোসেন জয়ী হন। এজেন্টদের মাধ্যমে খবর পেয়ে পরাজিত মেম্বার প্রার্থী মোরগ মার্কার নাজমির হোসেনের সমর্থকরা আমাদের ওপর হামলা করে। তারা কমিউনিটি ক্লিনিকের জানালা দরজা ভেঙে ফেলে। এ সময় তাদের হামলায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হাসিবুর রহমানসহ চারজন আহত হন। এ সময় তারা এক পুলিশ সদস্যের একটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনার পর পরই বিজয়ী মেম্বার প্রার্থী মোক্তার হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।
ওই এলাকায় দায়িত্বরত ম্যাজিস্ট্রেট লাইলা ইয়াসমিন বলেন, সংবাদ পাওয়ার পরপরই সেখানে অতিরিক্ত পুলিশে মোতায়েন করা হয়েছে। তবে বর্তমানে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও কিছুটা উত্তেজনা বিরাজ করছে।
-ডিকে/আইআর

Leave A Reply

Your email address will not be published.