Take a fresh look at your lifestyle.

যশোর প্রধান ডাকঘরে ভূমিসেবা কর্নার উদ্বোধন

0

প্রতিবেদক:
যশোর প্রধান ডাকঘরে ভূমিসেবা কর্ণারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে এ কর্ণারের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল।
শুভেচ্ছা বক্তব্যদেন যশোর বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মিরাজুল হক। আরও বক্তৃতা করেন পোস্টমাস্টার আতিকারুল ইসলাম, ডাকজীবন বীমার এজিএম-ফিল্ড আব্দুল বাকী, পরিদর্শক (শহর) শহিদুল ইসলাম, ফোকাল পয়েন্ট কর্মকর্তা পবিত্র বিশ্বাস, আব্দুর রহমান বাংলাদেশ উদ্যোক্তা ফোরামের যশোর শাখার সভাপতি শাহীন রেজা, সাধারণ সম্পাদক সুকান্ত পাল, আবু নাহিদ মণিরামপুরের মাসনা ডিজিটাল পোস্ট অফিসের উদ্যোক্তা মোর্তজা ইলিয়াজ। পরে ফিতা কেটে ভূমিসেবা কর্নারের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল।
পরে ফিতা কেটে ভূমিসেবা কর্নারের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল।
বক্তারা বলেন, গ্রাহকের ভোগান্তি আর হয়রানি বন্ধে বেশ আগেই অনলাইনে ভূমিসেবা চালু হয়। কোন ঝুট-ঝামেলা ছাড়াই ঘরে বসেই মিলছে জমির পর্চা। ফলে বন্ধ হয়েছে দালালদের দৌরাত্ব। এরআগে জেলা রেকর্ড রুম থেকে কিছু পর্চা ডাকযোগে পাঠানো হলেও সেবার মান বৃদ্ধিতে সম্প্রতি বিশেষ খামে পাঠানো শুরু হয়েছে। এতে জনগণের হয়রানি বন্ধের পাশাপাশি কমছে সময় ও অর্থের অপচয়।

Leave A Reply

Your email address will not be published.