Take a fresh look at your lifestyle.

কাউকে বাদ দিয়ে জাতীয় উন্নয়ন সম্ভব নয়: যশোরের ডিসি

0

প্রতিবেদক: যশোরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের বাঁচতে শেখা মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা নাগরিক উদ্যোগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, কাউকে বাদ দিয়ে দেশের জাতীয় উন্নয়ন সম্ভব নয়। বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা বিজয়ের ৫০বছর উদযাপন করছি। বৈষম্য এখনো আছে। বৈষম্য আমাদের মগজে রয়েছে। সেখান থেকে বেরিয়ে আসতে না পারলে জাতীয় উন্নয়ন সম্পূর্ণ হবে না। যেতে হবে বহুদূর। সামাজিক কাঠামোর ক্ষমতায়নে অংশগ্রহণের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতির মুক্তি দরকার। সেই সাথে অধিকারের বিষয়ে সচেতন হতে হবে। প্রত্যেকটি মানুষকে সাংবিধানিক অধিকারের বিষয়ে ধারণা দিতে হবে। সচেতন হতে হবে।
বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের সভাপতি বিভুতোষ রায়ের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহিদুল ইসলাম, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সহকারী জজ রাফিয়া সুলতানা, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ইতি সেন।
আরও বক্তব্য রাখেন যশোর সদর উপজেলা অ্যাডভোকেসি নেটওয়ার্কের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাড. সালেহা বেগম, সহসভাপতি শামসুন্নাহার পান্না, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচআর তুহিন, ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী জহির উদ্দিন, বন্ধু ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী রাকিবুল ইসলাম, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি তৃপ্তি রানী বিশ^াস, সেলিম হোসেন বিজয়, রুবাইয়াতুল ইসলাম, আয়নামতি বিশ্বাস প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.