Take a fresh look at your lifestyle.

ফ্রান্সে একদিনেই প্রায় ১ লাখ ৮০ হাজার করোনা শনাক্ত

0

সংবাদকক্ষ :

বড়দিনের উৎসবের মাঝে ফ্রান্সে একদিনে রেকর্ড ১ লাখ ৭৯ হাজার ৮০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যা মহামারি শুরুর পর দেশটিতে সর্বোচ্চ সংখ্যা। সরকারের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে বিবিসি।

আরও বলা হচ্ছে, শুধু ফ্রান্স নয় পুরো ইউরোপে লাফিয়ে লাফিয়ে বাড়ছে রোগী। এর আগে ফ্রান্সে ২০২০ সালের ১১ নভেম্বর ৮৬ হাজার ৮৫২ জনের করোনা শনাক্ত হয়।

সম্প্রতি ওমিক্রনের প্রাদুর্ভাবের মাঝে দেশটিতে করোনা রোগী বাড়তে থাকে। গত সপ্তাহের শেষে প্রতিদিন ৯০ হাজারের বেশি করোনা শনাক্ত হয়ে আসছিল। এরপর সেই রেকর্ড ভেঙে শনিবার ১ লাখ ৪ হাজার ৬১১ জনের করোনা শনাক্ত হয়।

ইতিমধ্যে কড়া বিধিনিষেধ ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী জ্যঁ কাসটেক্স। হোম অফিস থেকে শুরু করে অভ্যন্তরীণ ও প্রকাশ্য অনুষ্ঠানে জনসমাগমের সীমা বেঁধে দেওয়া হয়েছে। নাইট ক্লাব ও ক্যাফে বন্ধসহ একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

ফ্রান্সের মঙ্গলবার আক্রান্তের সংখ্যা শুধু দেশটিতেই নয়, পুরো ইউরোপে সংক্রমণের নতুন রেকর্ড। এদিন ইতালি, গ্রিস, পর্তুগাল ও ইংল্যান্ড সংক্রমণে নতুন রেকর্ড গড়েছে।

Leave A Reply

Your email address will not be published.