Take a fresh look at your lifestyle.

দেশে ফিরলো ভারতে পাচার হওয়া চার তরুণী

0

প্রতিনিধি, বেনাপোল: ভারতে পাচার হওয়া চার বাংলাদেশি তরুণী বেনাপোল চেকপোস্ট দেশে ফিরেছেন। বৃহষ্পতিবার রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ সেদেশের সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক বছর পর তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছেন। ওই চার তরুণী সাতক্ষীরা, নারায়নগঞ্জ ও বাগেরহাট জেলার বাসিন্দা।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু আহম্মেদ জানান, দারিদ্রতার কারনে ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে এক বছর আগে অবৈধ সীমান্ত পথে তারা ভারতে পাড়ি জমায়। ভারতের হায়দ্রাবাদে বাসা বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশ তাদের আটক করেন। পরে সেখান থেকে রেসকিউ নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখেন। এ সময় দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির এক পর্যায়ে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের দেশে ফেরত পাঠানো হয়। বৃহস্পতিবার রাতেই ভারতীয় ইমিগ্রশন পুলিশ বেনাপোল চেকপোষ্ট দিয়ে তাদেরকে হস্তান্তর করেছেন।
ফেরত আসাদের যশোর জাস্টিজ এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহন করে, তাদের নিজ পরিবারের কাছে তুলে দিবেন।

জাস্টিস এন্ডকেয়ারের যশোর শাখার সিনিয়র প্রোগ্রামা অফিসার মো. মুহিত হোসেন জানান, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে পাচারকারীরা ভাল কাজের লোভ দেখিয়ে এদেরকে ভারতে পাচার করে। এসব তরুনীদের নাম ঠিকানা সংগ্রহ করে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ট্রাভেল পারমিটে দেশে ফেরত আনা হয়েছে। ফেরত আসা তরুনীরা যদি পাচারকারীদের সনাক্ত করে মামলা করতে চায় সব ধরণের সহযোগিতা প্রদান করা হবে।

Leave A Reply

Your email address will not be published.