Take a fresh look at your lifestyle.

জন্মদিনে স্মরণঃ শওকত ওসমান

0

বাবলু ভট্টাচার্য: বাংলা সাহিত্যের একজন প্রথিতযশা কথা সাহিত্যিক ও প্রাবন্ধিক শওকত ওসমান। একাধারে তিনি উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ, নাটক, রম্যরচনা, স্মৃতিকথা, অনুবাদ এবং শিশুতোষ গ্রন্থ রচনা করেছেন। তবে ঔপন্যাসিক হিসেবেই তাঁর পরিচয় মুখ্য। শওকত ওসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। তবে শওকত ওসমান নামেই তিনি পরিচিতি লাভ করেন। ১৯৪১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম.এ করেন
শওকত। কর্মজীবনে গভর্নমেন্ট কমার্শিয়াল কলেজ, চট্টগ্রাম কমার্স কলেজ এবং ঢাকা কলেজে অধ্যাপনা করেছেন। ‘কৃষক’ পত্রিকায় সাংবাদিকতাও তাঁর জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।

শওকত ওসমানের রচনাসমুহের মধ্যে উল্লেখযোগ্যঃ ‘জননী’, ‘ক্রীতদাসের হাসি’, ‘জাহান্নাম হইতে বিদায়’, ‘দুই সৈনিক’, ‘নেকড়ে অরণ্য’।
গল্পগ্রন্থঃ ‘জুনু আপা ও অন্যান্য গল্প’, ‘ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী’, ‘মনিব ও তাহার কুকুর’। প্রবন্ধগ্রন্থঃ ‘সংস্কৃতির চড়াই উৎরাই’, ‘আমলার
মামলা’, ‘পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা।’
শিশুতোষ গ্রন্থঃ ‘ক্ষুদে সোশালিস্ট’, ‘ওটেন সাহেবের বাংলো’, ‘পঞ্চসঙ্গী।’ রম্য রচনাঃ ‘নিজস্ব সংবাদদাতা প্রেরিত’ প্রভৃতি। ‘কালরাত্রি খণ্ডচিত্র’, ‘মুজিবনগর’, ‘সোদরের খোঁজে স্বদেশের সন্ধানে’, ‘মৌলবাদের আগুন নিয়ে খেলা’, ‘স্বজন সংগ্রামে’ ইত্যাদি তাঁর স্মৃতিকথামূলক
রচনা।
অনূদিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্যঃ ‘বাগদাদের কবি’, ‘টাইম মেশিন’, ‘স্পেনের ছোটগল্প’, ‘পাঁচটি কাহিনি’ (লিও টলস্টয়), ‘পাঁচটি নাটক’
(মলিয়ার), ইত্যাদি।
শওকত ওসমান বাংলা একাডেমী পুরস্কার, আকাদেমী সাহিত্য পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা দিবস পুরস্কারসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন ১৯৯৮ সালের ১৪ মে শওকত ওসমান প্রয়াত হন। শওকত ওসমান ১৯১৭ সালের আজকের দিনে (২ জানু) পশ্চিমবঙ্গের হুগলি জেলার
সবলসিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

– লেখক: সাংস্কৃতিক ব্যক্তিত্ব

Leave A Reply

Your email address will not be published.