Take a fresh look at your lifestyle.

যশোরে ইউপি চেয়ারম্যানদের সম্পদ বিবরণী প্রকাশ

0

প্রতিবেদক:
যশোরে স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের আর্থিক সম্পদ বিবরণী প্রকাশ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা রাইটস যশোরের উদ্যোগে নিজ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে চারটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে আর্থিক সম্পদ বিবরণী প্রকাশ করা হয়। রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হুসাইন শওকত।
বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সহসভাপতি নূর ইসলাম, যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক এইচআর তুহিন, দৈনিক লোকসমাজের বার্তা সম্পাদক শিকদার খালিদ, দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায়, চৌগাছার সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের সচিব ফরহাদ হোসেন, যশোর সদরের নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সচিব রুহুল আমিন প্রমুখ।
সভা সঞ্চালনা করেন রাইটস যশোরের প্রোগ্রাম ম্যানেজার এসএম আজহারুল ইসলাম।
সভায় যশোর সদরের রামনগর ও নরেন্দ্রপুর , চৌগাছার সুখপুকুরিয়া ও ঝিকরগাছার শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যানের আর্থিক সম্পদ বিবরণী প্রকাশ করা হয়।
দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় রাইটস যশোর ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত এক বছর মেয়াদে পাইলট প্রকল্পটি বাস্তবায়ন করেছে। এ প্রকল্পের আওতায় জেলার ৮টি উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.