Take a fresh look at your lifestyle.

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: বড় হারে শুরু বাংলাদেশের

0

সংবাদকক্ষ :

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শুরুটা মোটেও ভালো হলো না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাত্র ৯৭ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হারল রাকিবুল হাসানের দল।

সেন্ট কিটসে রবিবার ‘এ’ গ্রুপের ম্যাচটিতে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল ২০২০ আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। ব্যাটাররা মোটেও ‍সুবিধা করতে পারেনি। পরে বোলাররাও পারেনি ছোট্ট পুঁজি নিয়ে লড়াই জমাতে।

৯৮ রানের লক্ষ্য ২৫.১ ওভারেই ছুঁয়ে ফেলে ইংলিশ যুবারা। সর্বোচ্চ ৪৪ রান করেন জ্যাকব বেথেল। জেমস রিউ ২৬ রানে অপরাজিত ছিলেন।

এর আগে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ৩৫.২ ওভারেই। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে যুবা টাইগাররা। ৫১ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলে তারা।

রিপন মণ্ডল ও নাইমুর রহমান দশম উইকেট জুটিতে ৪৬ রান যোগ করে দলের স্কোর এক শর কাছাকাছি নিয়ে যান।

নাইমুর ১১ রান করে আউট হতেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ১১ নম্বর ব্যাটার রিপন ৩৩ রানে অপরাজিত থেকে যান।

ইংলিশদের পক্ষে জশুয়া বয়ডেন সবচেয়ে সফল। ৯ ওভারে মাত্র ১৬ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন তিনি। ২ উইকেট পেয়েছেন টমাস আসপিনওয়াল। ম্যাচসেরা হয়েছেন জশুয়া বয়ডেন।

বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে কানাডার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

Leave A Reply

Your email address will not be published.