Take a fresh look at your lifestyle.

করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে যশোর

0

প্রতিবেদক: করোনা ভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে যশোর জেলা। স্বাস্থ্য অধিদপ্তর দেশের ১২টি জেলাকে করোনার উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। ওই তালিকায় যশার জেলার নামও আছে। বুধবার স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক ড্যাশবোর্ডে এ তথ্য জানানো হয়েছে।
উচ্চঝুঁকিতে থাকা জেলাগুলো হলো- যশোর, কুষ্টিয়া, ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, রাজশাহী, বগুড়া, দিনাজপুর, রাঙামাটি, লালমনিরহাট, খাগড়াছড়ি ও পঞ্চগড়।
দেশে ৯ ডিসেম্বর করোনার অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর থেকেই দেশে করোনা সংক্রমণ আবারো বাড়তে থাকে।
স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক ড্যাশবোর্ডে পাঁচটি রঙে দেশের ৬৪ জেলাকে চিহ্নত করা হয়েছে। এতে নির্দেশ করা হয়েছে, অধিকতর গাঢ় লাল (পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০% – ৩৯%), গাঢ় লাল (পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০% – ২৯%), লাল (পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০% – ১৯%), কমলা (পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫% – <১০%) ও সবুজ (পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার < ৫%) রঙে চিহ্নিত করা হয়েছে।
-ডিকে/আইআর

Leave A Reply

Your email address will not be published.