Take a fresh look at your lifestyle.

সায়ীদ আবুবকর-অনূদিত মধুসূদনের ইংরেজি কবিতা

0

মেঘলা রাতের এক তারকার প্রতি-

ছড়াও তোমার দ্যুতি, হে আমার সোনার প্রতিমা,
যখন দিনের রবি নিদ্রামগ্ন দূর অস্তাচলে;
ভেদ করি’ নিরাশার তমসার সর্বশ্রেষ্ঠ সীমা,
তোমার লাবণি যেন মিটিমিটি সারা নিশি জ্বলে;

যদিও তোমারে ঘিরি’ নৃত্য করে মেঘের অসুর,
ষড়যন্ত্র জাল ফেলি’ ঢাকিবারে চায় তব ভাল,
তবু হে রূপের রাণী, তব রূপ করেনি কসুর,
প্রকাশিতে বিশ্ব মাঝে ছিন্ন করি’ ঘৃণ্য সেই জাল;

যেমতি ঝটিকা আসি’ ঝাঁপাইয়া পড়ে তরু’ পরে,
ধূলি হতে তুলি’ মারে দূরে কোথা সরোষে ছুঁড়িয়া;
তেমতি তোমার সাথে মেঘেরা শত্রুতা দেখি করে,
ওহে দূর আকাশের সঙ্গীহীন বিভাবরী প্রিয়া।

নিভিও না ক্ষণতরে, মিটিমিটি জ্বলো সারাক্ষণ,
তোমার সুকান্তি হেথা পথিকের জুড়ায় নয়ন।

কোনো এক সান্ধ্যভ্রমণকালে রচিত-

আমি ভালোবাসি দেখিতে সুনীলা নভে
কনকশোভিত, ভাসিতেছে মেঘপুঞ্জ-
মহানন্দে, মহাস্মৃতির অর্ণবে যথা
ফেলি’ আসা দিন; সবুজাভ তৃণকুঞ্জ-
শোভিছে সুন্দর বিবর্ণ ভানুর করে,
(পশ্চিম পশ্চাতে যাহা লুকাইছে শির);
ওই যে নির্ঝর চলিয়াছে ছুটি’ ধীর-
পদক্ষেপে, গাহিয়া সঙ্গীত মধুস্বরে;
বহিছে পবন, সুনির্মল, ওই দূর
সবুজ অরণ্যে, মাতাইয়া দিগ্বিদিক
শন্ শন্ রবে; আর ওই কী-মধুর
গাহিতেছে গান, জুড়ায়ে হৃদয়, পিক;
সবকিছু এই, সুন্দর ও সুশোভিত,
আর কারো নহে, কেবলই, তোমার পিতঃ।

কোনো এক সন্ধ্যায় এক পশলা বৃষ্টির পর-

হৃদয় জাগানো, আহা, কি-অপূর্ব দৃশ্য
সে যে! দেখি’ তাহা, জুড়াইয়া গেল বুক;
বিষণœতা আসি’ যবে ঢাকি’ নিল বিশ্ব
মহারোষে, নভ তথা উর্বশীর মুখ
বাড়াইয়া দ্রুত, দিলা গোলাপী হাসিতে
ভুলাইয়া সব; মৃদু বহিল পবন-
উদ্ধত-গর্বিত নহে, যাহা বিনাশিতে
নয়, এলো ভরি’ দিতে শান্তিতে ভুবন,
যেন বা সে সমুদ্রের শীতল নিশ্বাস,
নিবিড় প্রশান্তি যার অনুগত দাস।
এলাইয়া দিয়া কেশ বৃক্ষ আটবীর,
মৃদুমন্দ সমীরণে দোলাচ্ছিল শির;
ছোট ছোট ঢেউ তুলি’ একা নিরবধি
দূর জনপদ দিয়া শান্ত এক নদী
চলেছিল ছুটি; সবুজ শষ্পের বন
স্থির দাঁড়াইয়া ছিল মূর্তির মতন;
রাখাল ফিরিতেছিল ধেনু লয়ে ঘরে;
তাহা হেরি, শান্তি, আহা, না ধরে অন্তরে!

ইউলিসিসের গান-

সে আমার পেনিলোপা, দেখোনি কি তারে?
কী-বিশ্বস্ত, কী যে সতী, সে আমার পেনিলোপা!
বিবর্ণ হয় না তার কান্তি কভু, আহা,
রাঙামুখ, রুপবতী-সে আমার পেনিলোপা!

প্রণয়ে সে সুনিশ্চল, ঘুঘুরা যেমন,
বিশ্বস্তও সে যে ঠিক লক্ষ্মী ঘুঘু সম;
বিদেশ বিভূঁই থাকি’ করি অনুভব
তাহার প্রণয় এই চিত্ত জুড়ে মম।

ও আমার পেনিলোপা, ও আমার সতী
দারুণ বিশ্বস্ত বালা, পেনিলোপা মোর।
তবে প্রেম লাগি যার কাঁদি’ চিরকাল,
কাঁদিয়া এ পরবাসে হইব কবর।

Leave A Reply

Your email address will not be published.