Take a fresh look at your lifestyle.

পরিবেশমন্ত্রীর ফের করোনা শনাক্ত, সংস্কৃতি প্রতিমন্ত্রী সস্ত্রীক আক্রান্ত

0

সংবাদকক্ষ :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ও তার স্ত্রী সোহেলা আক্তারও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এসব তথ্য জানিয়েছে দুই মন্ত্রণালয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপঙ্কর বর বলেন, মন্ত্রী শাহাব উদ্দিনের উপসর্গ দেখা দেওয়ায় গতকাল বুধবার (২৬ জানুয়ারি) ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) তার নমুনা দেওয়া হয়। আজ (বৃহস্পতিবার) পরীক্ষার ফল পজিটিভ বলে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, মন্ত্রী সরকারি বাসায় আইসোলেশনে আছেন। রোগমুক্তির জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন তিনি।

এর আগে করোনায় আক্রান্ত হয়ে ২০২০ সালের আগস্ট মাসে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি ছিলেন শাহাব উদ্দিন।

এদিকে সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান বলেন, করোনা সংক্রমণের উপসর্গ দেখা দেওয়ায় সংস্কৃতি প্রতিমন্ত্রী ও তার স্ত্রী গত মঙ্গলবার (২৫ জানুয়ারি) নমুনা পরীক্ষা করতে দেন। বুধবার পরীক্ষার ফলে জানা যায় তারা কোভিড-১৯ পজেটিভ।

তিনি বলেন, দুজনই মৃদু উপসর্গ নিয়ে বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন। এর আগে প্রতিমন্ত্রীর দুই সন্তানও করোনায় আক্রান্ত হন। এখন তাদের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

প্রতিমন্ত্রী ও তার স্ত্রী করোনার টিকার বুস্টার ডোজ নিয়েছিলেন বলে জানান ফয়সল।

Leave A Reply

Your email address will not be published.