Take a fresh look at your lifestyle.

যশোরে বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব উদ্বোধন

0

প্রতিবেদক
‌’জন্মের সুবর্ণে জাগো সম্প্রীতির স্বরে, মুক্তির ডাক দেয় পিতা আজ ঘরে ঘরে’ স্লোগানে বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব ও বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক অনুষ্ঠান ২০২০-২০২২ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে একযোগে এ উৎসব উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যশোর পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সভাপতি সুকুমার দাস, সহ-সভাপতি দীপংকর দাস রতন, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, সাবক সভাপতি হারুন অর রশীদ, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি শ্রাবণী সুর, সম্পাদক শুভংকর গুপ্ত, উদীচীর সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপল ও সাধারণ সম্পাদক দীপংকর বিশ্বাস, আশাবরীর প্রতিষ্ঠাতা ড. সবুজ শামীম আহসান, স্পন্দনের সম্পাদক শরীফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে আবৃত্তি করন শিল্পীরা ।

Leave A Reply

Your email address will not be published.