Take a fresh look at your lifestyle.

সাকিবের পরামর্শেই অপুর এত উন্নতি

0

সংবাদকক্ষ :

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ফর্মে আছেন বাঁ হাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। সিলেট সানরাইজার্সের এই স্পিনার বিপিএলের চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি। ২ ম্যাচে ৭ উইকেট শিকার করা অপুর অফ স্পিন হুট করে এত কার্যকরী হয়ে ওঠার পেছনে অবদান আছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের।

অপু জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণ চলাকালে তাকে বোলিং নিয়ে কিছু দিকনির্দেশনা দিয়েছিলেন সাকিব। সেই দিকনির্দেশনা মেনেই বেশ সাফল্য পেয়েছেন তিনি, যথারীতি পাচ্ছেন বিপিএলেও।

বিসিএলে সাকিবের পরামর্শের বিষয়ে অপু বলেন, ‘সাকিব ভাই বললেন- বোলিং খুব ভালো হচ্ছে। নেটে অনুশীলনের সময় কিছু গ্রিপ দেখিয়ে দিলেন। চেষ্টা করছিলাম, খুব ভালো হচ্ছিল। তিনিও বললেন- খুব ভালো হচ্ছে, এটা চালিয়ে যা।’

অপু আরো বলেন, ‘তারপর উনি ঢাকায় চলে আসেন, আমি বিসিএলের তিনটা ম্যাচই খেলি। ওখানেও খুব ভালো বোলিং করেছি। বেশি কিছু করিনি, উনি যেভাবে বলেছেন ঐ গ্রিপিংয়েই বল করেছি। ওখানে সাফল্য পাওয়ার পর আত্মবিশ্বাস পাই।’

তাই সাকিবকে ধন্যবাদ জানাতে ভুলেননি অপু। তিনি বলেন, ‘আল্লাহর রহমতে বিপিএল খুব ভালোভাবে শুরু হয়েছে। এজন্য অসংখ্য ধন্যবাদ সাকিব ভাইকে, গুরু আমার। খুব ভালো একটা জিনিস ধরিয়ে দিয়েছেন।’

এদিকে অপু মানেই যেন বিচিত্র সব উদযাপন। এবার বিপিএলে তিনি হাজির পুষ্পা উদযাপন নিয়ে। সেই উদযাপনের কথাও আগেই জানতেন সাকিব। এ বিষয়ে অপু বলেন, ‘বিসিএলেই কথা বলছিলাম এবার নতুন কিছু করব। উনি, মোসাদ্দেক আর আমি ছিলাম। তো কথায় কথায় বললেন নতুন কী (উদযাপন)। আমি বললাম, এবার পুষ্পা সেলিব্রেশন নিয়ে আসব। হাসছিলেন, বললেন ক্যারি অন, ক্যারি অন…’

Leave A Reply

Your email address will not be published.