Take a fresh look at your lifestyle.

শীত উপেক্ষা: বোরো ধান রোপনে ব্যস্ত কৃষক

0

শাহিন আহমেদ, অভয়নগর:
মাঠের পর মাঠ জুড়ে চাষিদের কেউ চারা তুলছেন, কেউ জমি তৈরির কাজ করছেন। আবার কেউ ক্ষেতে পানি সেচের জন্য ব্যবস্থা করেছেন।
এভাবেই শীতের প্রকোপ উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে কোমর বেঁধে মাঠে নেমেছেন কৃষকরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোরো চারা রোপনে ব্যস্ত যশোরের অভয়নগর উপজেলার কৃষকরা। আগাম তৈরি বীজতলা থেকে এবারও কৃষকরা শীতের শুরুতেই আগাম চারা রোপনের কাজ শুরু করেছেন।
সরেজমিনে দেখা যায়, ধোপাদী ,নওয়াপাড়া গ্রাম, শংকরপাশা, মথুরাপুর. রাঙ্গারহাট, পুড়াখালী, রাজঘাট ও একতারপুর, চেঙ্গুটিয়া এলাকার বিভিন্ন গ্রামে বোরো চাষাবাদের ধুম পড়েছে। এ এলাকায় বোরো মৌসুমে বাম্পার ফলন হওয়ায় খুব আগ্রহ নিয়ে বোরো আবাদ শুরু করেছেন অনেকে। আশা করছেন তারা বোরো আবাদের বাম্পার ফলনের।
চাষিরা জানান, শীত অনেক বেশি থাকার কারণে কাজ করতে সমস্যা হচ্ছে। তার পর তারা আনন্দে বোরো আবাদ করছে। অন্যদিকে ভবদহে এলাকায় বোরো আবাদ না হওয়ার আশংকা রয়েছে। বেশ কয়েকটি এলাকার বিল পানিতে ডুবে রয়েছে। গত বছর কয়েকটি বিল সেচ প্রকল্পের মাধ্যমে বোরো চাষাবাদ হলেও এবার তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
স্থানীয় কৃষকদের দাবি, ডুমুরতলা বিল, ডহর মশিয়াটি বিল, সরখোলা, সড়াডাঙ্গা, রাজাপুর, চলিশিয়াসহ কয়েকটি বিলে বোরো চাষ হবে না। এখনো পানিতে ডুবে রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সামদানী বলেন, চলতি মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নের প্রায় জমিতে বোরো ধান চাষ হবে। সুন্দলী, চলিশিয়া, পায়রা এলাকায় গতবারের তুলনায় ৩শ’ হেক্টর জমিতে কম বোরো আবাদ হবে। ইতোমধ্যে বোরো চারা রোপন শুরু হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.