Take a fresh look at your lifestyle.

ভারতের পেট্রাপোল বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে

0

প্রতিনিধি, বেনাপোল:
বেনাপোলের বিপরীতে ভারেতের পেট্রাপোল বন্দরে অনিদিষ্টকালের ডাকা ধর্মঘটের কারনে সোমবার সকাল থেকে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। পেট্রাপোল বন্দরে এলপিআই (ল্যান্ড পোর্ট ইন্ডিয়া) ম্যানেজার কর্তৃক নানাবিধ হযরানির প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দিয়েছেন পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন, ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন, যাত্রীবাহী পরিবহন সমিতিসহ বন্দর ব্যবহারকারী সংগঠন।
পেট্রাপোল বন্দরে আমদানি রফতানি কাজে নতুন এলপিআই (ল্যান্ড পোর্ট ইন্ডিয়া) ম্যানেজার নতুন নতুন আইন তৈরী করার কারণে নানা হয়রানির শিকার হচ্ছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। হয়রানি বন্ধসহ নতুন এলপি (ল্যান্ড পোর্ট ইন্ডিয়া) ম্যানেজারের প্রত্যাহারের দাবিতে দফায় দফায় বৈঠক ও বিক্ষোভ সমাবেশ হলেও এলপিআই (ল্যান্ড পোর্ট ইন্ডিয়া) ম্যানেজার তার সিদ্ধান্তে অটল রয়েছেন। এলপি (ল্যান্ড পোর্ট ইন্ডিয়া) ম্যানেজার কর্তৃক হয়রানি করার প্রতিবাদে পেট্রাপোল বন্দরে অনিদিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়েছে।
পেট্রাপোল বন্দরের স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, কোভিড ১৯ এর কারণে তাদের ব্যবসা বাণিজ্য আগের চেয়ে অনেক কমে গেছে। আগে যেখানে ২৪ ঘন্টায় ৭শ’ থেকে সাড়ে ৭শ’ পণ্যবাহী ট্রাক বাংলাদেশে রফতানি হতো। করোনার কারণে এখন মাত্র সাড়ে ৩শ’ ট্রাক পণ্য রফতানি হচ্ছে। এরপর নতুন এলপিআই (ল্যান্ড পোর্ট ইন্ডিয়া) ম্যানেজার ব্যবসায়ীদের কোন কথা না বলে বন্দর এলাকায় প্রবেশের উপর নতুন নতুন আইন তৈরী করে আমাদের বাণিজ্যে ব্যঘাত ঘটাচ্ছে। নতুন এলপিআই (ল্যান্ড পোর্ট ইন্ডিয়া) ম্যানেজার বিএসএফকে কাজে লাগিয়ে পরিবহন কর্মিদের বন্দর অভ্যন্তরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। পরিবহন কাজে জড়িত কর্মিদের আইসিপিতে প্রবেশের মুখে বিএসএফের বাধার মুখে পড়তে হচ্ছে। তিনি আরো বলেন ইউনিক কার্ড ছাড়া কোন পরিবহন কর্মিকে আইসিপি ও বন্দর অভ্যন্তরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বন্দর অভ্যান্তরে প্রবেশ করতে না পারায় আমদানি রফতানি কাজে জড়িতদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। এ সব হয়রানির প্রতিবাদে প্রশাসনের সাথে বৈঠক করা হলেও এলপিআই (ল্যান্ড পোর্ট ইন্ডিয়া) ম্যানেজার তার সিদ্ধান্তে অটল রয়েছেন। আমদানি রফতানি কাজে বন্দর অভ্যন্তরে প্রবেশসহ নানা হয়রানি বন্ধ না হওয়া পর্যন্ত তাদের আন্দোল চলবে। ধর্মঘট থাকায় সকাল থেকে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ রয়েছে।
বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন তরফদার বলেন, ভারতের পেট্রপোল বন্দরে ধর্মঘটের কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। ওপারে এলপি (ল্যান্ড পোর্ট ইন্ডিয়া) ম্যানেজারের বিরুদ্ধে ব্যবসায়ী ও ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আন্দোলন করছেন। আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও আমাদের বন্দরে লোড আনলোড প্রক্রিয়া স্বাভাবিক গতিতে চলছে।

Leave A Reply

Your email address will not be published.