Take a fresh look at your lifestyle.

করোনায় মৃত্যু ৫৮ লাখ ৫৬ হাজার

0

সংবাদকক্ষ :

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মোট প্রাণহানি ৫৮ লাখ ৫৬ হাজার ছাড়িয়ে গেছে। পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে এ তথ্য জানায়।

এ পর্যন্ত বিশ্বে মোট শনাক্ত হয়েছে ৪১ কোটি ৬০ লাখ ১৫ হাজার ২০৭ জন রোগী ও মারা গেছে ৫৮ লাখ ৫৬ হাজার ৬৯৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৩ কোটি ৮৭ লাখ ৭৮ হাজার ৮১২ জন।

২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে প্রথমবার কভিড-১৯ শনাক্ত হয় ও মৃত্যুর খবর পাওয়া যায়। পরের বছরের জানুয়ারি থেকে অন্যান্য দেশে ছড়িয়ে পড়ার খবর আসতে থাকে।

গত দুই বছরে দেশে দেশে লকডাউন, বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি পালন, গণ টিকাদান ও সর্বশেষ বুস্টারের অনুমতি সত্ত্বেও করোনা এখনো দাপট দেখিয়ে যাচ্ছে। অতি সংক্রমণশীল ডেল্টার পর এখন আরও দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন।

আক্রান্তের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে ৭ কোটি ৯৬ লাখ ২৯ হাজার ৬৪ জন রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৯ লাখ ৪৯ হাজার ২৪৮ জন। ৪ কোটি ২৭ লাখ ২১ হাজার ৮৪৫ জন শনাক্তের হিসাব নিয়ে সংক্রমণে দ্বিতীয় ভারত। দেশটিতে মারা গেছে ৫ লাখ ৯ হাজার ৯০৩ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ৯৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৬ লাখ ৩৯ হাজার ৮২২ মানুষ, যা মৃত্যুর হিসেবে বিশ্বে দ্বিতীয়। ফ্রান্সে ২ কোটি ১৮ লাখ ৭৭ হাজার ৫৫৫ জন রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে ১ লাখ ৩৫ হাজার ৫৭৯ জন।

পঞ্চম অবস্থানে থাকা যুক্তরাজ্যে ১ কোটি ৮৩ লাখ ৯৩ হাজার ৯৫১ জন শনাক্তের বিপরীতে মারা গেছে ১ লাখ ৫৯ হাজার ৮৩৯ জন।

ওয়ার্ল্ডোমিটারের তালিকায় আক্রান্তের হিসাবে বাংলাদেশের অবস্থান ৪০। সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের তরফে জানানো হয়, করোনা আক্রান্ত হয়ে আরও ৩৪ জন মারা গেছে। একই সময়ে করোনা আক্রান্ত ৪ হাজার ৭৪৬ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট মারা গেছে ২৮ হাজার ৮৭২ জন ও ১৯ লাখ ১৯ হাজার ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.