Take a fresh look at your lifestyle.

ইউক্রেনে হামলার ঘোষণার পর বাড়ল তেলের দাম

0

সংবাদকক্ষ :

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম। সাত বছরের বেশি সময় পর আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ান স্টক মার্কেটে এরই মধ্যে ২-৩ শতাংশ লেনদেন কমেছে। এর আগে পুতিন শান্তিচুক্তি ভেঙে ইউক্রেনের পূর্বাঞ্চলে সেনা পাঠানোর ঘোষণা দিলে তেলের দাম ৯৮ ডলারে দাঁড়ায়।

বিবিসির এশিয়া বিজনেস করেসপনডেন্ট ম্যারিকো ওই বলেছেন, বিনিয়োগকারীরা নিরাপত্তার ঝুঁকিতে সম্পদ লগ্নি না করে পালিয়ে যাচ্ছে।

বিবিসির এই প্রতিবেদক আরও বলেছেন, সোনার দাম এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, যখন মার্কিন ডলার এবং জাপানি ইয়েনও শক্তিশালী হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.