Take a fresh look at your lifestyle.

‌’সাংবাদিকদের মেধাবি সন্তানদের জন্য বৃত্তি চালু হবে’

0

প্রতিবেদক
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল বলেছেন, বর্তমান সরকারের উদ্যোগে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করে সাংবাদিকদের সহায়তার জন্য ৫০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী এই তহবিলে নতুন করে ১০ কোটি টাকার অনুদান দিয়েছেন। এই ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকদের মেধাবি সন্তানদের জন্য বৃত্তি কর্মসূচি চালুর উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি শনিবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
যশোর সাংবাদিক ইউনিয়ন-জেইউজে সভাপতি ফারাজী আহমেদ সাঈদের সভাপতিত্বে সভায় সুভাষ চন্দ্র বাদল বলেন, সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক ইচ্ছা ও আন্তরিকতায় সাংবাদিকদের কল্যাণে অনেক ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। চলতি অর্থ বছরে দেশের তিনশো একজন সাংবাদিককে ২ কোটি ৭৬ লাখ টাকার আর্থিক সহায়তা দেয়া হয়েছে। করোনাকালীন সময়ে পাঁচশো সাংবাদিককে ৫০ লক্ষ টাকার প্রণোদনা দেয়া হয়েছে।
সভায় বক্তব্য রাখেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ, প্রেসক্লাবের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, লোকসমাজের বার্তা সম্পাদক শিকদার খালিদ। সভা সঞ্চালনা করেন জেইউজে সাধারণ সম্পাদক এইচআর তুহিন।

Leave A Reply

Your email address will not be published.