Take a fresh look at your lifestyle.

অবস্থান কর্মসূচি সফল করতে শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যা হাসপাতাল দাবি

0

প্রতিবেদক :
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যা হাসপাতালের দাবিতে ৫ মার্চ ২০২২ অবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের (২২৭) নেতৃবৃন্দের সাথে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ মতবিনিময় হয়।

সভায় শ্রমিক নেতৃবৃন্দ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়নের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন এবং কর্মসূচি সফল করার লক্ষ্যে সহায়তা করবেন বলে জানান। তারা বলেন, এটা কেবলমাত্র শ্রমিক সংগঠন বা বিশেষ কোনো গোষ্ঠির নয়, বরং বৃহত্তর যশোরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি।

দাবি আদায়ে তারা যার যার অবস্থান থেকে অবস্থান কর্মসূচি সফল করার আহ্বান জানান। একইসাথে শ্রমিক নেতৃবৃন্দ কর্মসূচি সফল করার জন্য ব্যাপক প্রচারণা কার্যক্রম চালানোর ব্যাপারে মত দেন।

যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল আলম মিন্টু, সহসভাপতি শাহেদ হোসেন জনি, সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু, কার্যকরী সদস্য আব্দুর রাজ্জাক, রবিউল ইসলাম, যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের (৯১৮) সভাপতি আলমগীর সিদ্দিকী আলম, যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু, যুগ্ম আহ্বায়ক ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, প্রণব দাস, রিয়াদুর রহমান, সাইদ আহমেদ নাসির শেফার্ড প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.